ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নগদের মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে পারবে ন্যাশনাল লাইফের গ্রাহকরা

প্রকাশিত: ১৮:০৮, ১১ সেপ্টেম্বর ২০২২

নগদের মাধ্যমে প্রিমিয়াম জমা দিতে পারবে ন্যাশনাল লাইফের গ্রাহকরা

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্দ্ধতন কর্মকর্তারা

দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী বীমা গ্রাহকদের পলিসির প্রিমিয়াম আরও সহজ পদ্ধতিতে জমা দেয়ার জন্য কোম্পানীটি মোবাইল ব্যাংকিং নগদের সাথে চুক্তি করেছে। 

সম্প্রতি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর প্রধান কার্যালয়ে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন এবং নগদের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান স্বাক্ষর করেন। 

এসময় ন্যাশনাল লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, এইচ আর প্রধান মোঃ এনামুল হক, আইটি প্রধান এম এম ময়েজ উদ্দিন ও নগদের পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ বায়েজিদ, কি একাউন্ট ম্যানেজার তাপস আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এই চুক্তির ফলে এখন থেকে ন্যাশনাল লাইফের বীমা গ্রাহকরা ঘরে বসে নগদ অ্যাপস ব্যবহার করে নির্ধারিত সময়ে বীমা পলিসির প্রিমিয়াম জমা দিতে পারবে।

 

×