ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

দেরিতে আসায় ক্যাবচালককে অপমান, মহিলার আচরণে হইচই! (ভিডিও)

প্রকাশিত: ১৯:০৭, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৯:০৮, ১৫ জানুয়ারি ২০২৫

দেরিতে আসায় ক্যাবচালককে অপমান, মহিলার আচরণে হইচই! (ভিডিও)

এক অ্যাপ-ক্যাবচালকের বিরুদ্ধে মহিলার আচরণ নিয়ে হইচই পড়ে গেছে সমাজমাধ্যমে। একটি ভিডিওতে দেখা যায়, গোলাপি পোশাক পরা এক মহিলা যাত্রী ক্যাবচালকের সাত মিনিট দেরি করার কারণে তাঁকে গালিগালাজ করছেন এবং শেষ পর্যন্ত গায়ে থুতুও ছেটান।

ঘটনার বিবরণ
মহিলার অভিযোগ, ক্যাবচালক ১১টায় পৌঁছানোর কথা থাকলেও তিনি সাত মিনিট দেরি করেছেন, যা তাঁর গন্তব্যে পৌঁছাতে সমস্যা তৈরি করবে। এতে তিনি চালককে অবমাননাকর ভাষায় আক্রমণ করে বলেন, "তুই চালক হওয়ার যোগ্য নোস। দু’টাকারও মূল্য নেই তোর।" তিনি অভিযোগ করার হুমকিও দেন। চালক অবশ্য শান্তভাবে বলেন, "আপনি চাইলে অভিযোগ করতে পারেন। ট্র্যাফিকের কারণে দেরি হয়েছে।"

মহিলা রাগে গাড়ি থেকে নেমে যান, তবে যাওয়ার আগে চালকের গায়ে থুতু ফেলেন। চালক সেই পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেন, যা পরবর্তীতে ইন্টারনেটে ভাইরাল হয়।

সমাজমাধ্যমে প্রতিক্রিয়া
ভিডিওটি "এনসিএমইন্ডিয়া কাউন্সিল ফর মেন অ্যাফেয়ার্স" নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে শেয়ার করা হয়। মাত্র দু’মিনিটের এই ভিডিও ইতিমধ্যেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।
নেটাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মহিলার ব্যবহার নিয়ে কড়া সমালোচনা করেছেন অনেকে। পাশাপাশি, ক্যাবচালকের শান্ত এবং পেশাদার আচরণের প্রশংসা করেছেন।

রাজু

×