ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

বন্ধু দিবসে  রঙ বাংলাদেশ 

প্রকাশিত: ২৩:২৮, ৪ আগস্ট ২০২৪

বন্ধু দিবসে  রঙ বাংলাদেশ 

.

‘পাশেই কারোর একখানা হাত ধর, কাছেই কাউকে তোমার বন্ধু কর’... গায়ক কবির সুমনের এই গান আমাদের মনে করিয়ে দেয় আমাদের বন্ধুদের কথা। বন্ধু; দুই অক্ষরের এই শব্দের মধ্যেই আমরা আমাদের জীবনের চলার সাথীর কথা মনে করি। বন্ধু সব সময় আমাদের নিজেদেরই কোনো এক প্রতিচ্ছবি হয়ে থাকে আমাদের মনে। বন্ধুত্বের বন্ধনকে আরও গভীর, সীমাহীন করার প্রত্যাশায় রঙ বাংলাদেশ-এর এবারের বন্ধু দিবসের আয়োজন থাকছে সকল আউটলেট ও অনলাইনে।
বন্ধুদের মধ্যে উপহার বিনিময় করা একটি ট্রেন্ড বলা চলে। বন্ধুকে উপহার দেওয়ার জন্য এবারের বন্ধু দিবসের আয়োজনে রয়েছে বন্ধুকে নিয়ে গায়ক কবির সুমনের গানের লিরিক্স সংবলিত টি-শার্ট ও মগ। এ ছাড়াও নিয়মিত সংগ্রহে আছে শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, স্কার্ট-টপস, পাঞ্জাবি, ওড়না, আনস্টিচড ড্রেস ও গিফট ভাউচার। এ ছাড়াও বন্ধুর জন্য কেনাকাটায় মগ ও টি-শার্ট কম্বো অফার থাকছে নির্দিষ্ট আউটলেট ও অনলাইনেও। টি-শার্ট ও মগ একত্রে কম্বো অফারে থাকছে ৩০% পর্যন্ত মূল্যছাড়।

ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com  এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh. সারাদেশের যে কোনো প্রান্তে অনলাইন অর্ডারে থাকছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ হোম ডেলিভারি সুবিধা। ফোন/হোয়াটসঅ্যাপ ০১৭৭৭৭৪৪৩৪৪ নম্বরে রয়েছে কাস্টমার সার্ভিস সাহায্যকারী এবং ০১৭৯৯৯৯৮৮৭৭ নম্বরে বিক্রয় প্রতিনিধি।

×