ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ থেকে সিএনজি নিয়ে কানাডায় গাড়ি চালান মিলন

প্রকাশিত: ১১:০৫, ২৭ মে ২০২৩; আপডেট: ১১:৫৪, ২৭ মে ২০২৩

বাংলাদেশ থেকে সিএনজি নিয়ে কানাডায় গাড়ি চালান মিলন

গাড়ি

বাংলাদেশ থেকে সিএনজি নিয়ে কানাডার রাস্তায় গাড়ি চালান সিলেটের ইসমাইল হোসেন মিলন। কয়েকজন আত্মীয়র ব্যাগে করে সিএনজি বানানোর মালামাল আনিয়ে নিজ হাতে গাড়িটি পুনঃস্থাপন করেছেন তিনি। এরপর সেখানে গাড়িটি সচল করে চালান তিনি।

শুক্রবার (২৭ মে) বিকালে কানাডার টরোন্টো থেকে ছবিটি তোলা হয়েছে।

 লিংক: https://www.facebook.com/photo.php?fbid=629412239227444&set=a.464881705680499&type=3&theater

এসআর

×