ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাস সিঙ্গাপুরে

প্রকাশিত: ২৩:৫২, ২৫ মে ২০২২

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাস সিঙ্গাপুরে

স্টাফ রিপোর্টার ॥ গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা। মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস ও ২ ছেলে রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম। পাকস্থলীর সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে মির্জা আব্বাস ১৭ মে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এসএম আরেফিন ও অধ্যাপক জাহিদুল হকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে সিঙ্গাপুরে নেয়া হয়। সিঙ্গাপুরে নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। তার আগেই হাসপাতালে ভর্তির সকল ব্যবস্থা করে রাখা হয়।
×