ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

এগিয়ে যাওয়ার লক্ষ্যে লড়ছে দুদল

প্রকাশিত: ২৩:১৮, ২৫ মে ২০২২

এগিয়ে যাওয়ার লক্ষ্যে লড়ছে দুদল

মোঃ মামুন রশীদ ॥ রাসেল ডোমিঙ্গোর সতর্কবাণীই যেন সত্য হয়েছে মিরপুর টেস্টের দ্বিতীয় দিন। দ্রুতই ২ উইকেট হারিয়ে ফেললে বিপর্যয় ঘনিয়ে আসতে পারে। যদিও মুশফিকুর রহিমের দৃঢ়তাপূর্ণ ১৭৫ রানের অপরাজেয় ইনিংসে শুরুতে ২ উইকেট হারানোর পরও খুব বড় সমস্যায় পড়তে হয়নি। কিন্তু বাংলাদেশের ইনিংস তেমন বড় হয়নি। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩৬৫ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর ৯৫ রানের ওপেনিং জুটিতে দিনশেষে ২ উইকেটে ১৪৩ রান তুলে ভালই জবাব দিয়েছে শ্রীলঙ্কা। তবে আজ তৃতীয় দিন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট পরিস্থিতি এবং দুদলের ব্যাট-বলের লড়াইয়ের ওপর চলতি টেস্টের গতি-প্রকৃতি অনেকটাই বদলে যাবে। প্রথম দিন ৮৫ আর দ্বিতীয় দিন মাত্র ৭৭.২ ওভার খেলার পর আপাতত ২২২ রানে এগিয়ে বেশ ভাল অবস্থানেই আছে বাংলাদেশ। তাই ক্যারিয়ারসেরা ১৪১ রান করা লিটন দাস জানিয়েছেন, লঙ্কানদের দ্রুত গুটিয়ে দিয়ে যতটা সম্ভব লিড নেয়ার পরিকল্পনা স্বাগতিকদের। আর ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেয়া লঙ্কান পেসার কাসুন রাজিথা স্বল্প কথায় জানিয়ে দিয়েছেন ম্যাচের পরিস্থিতি আজকের দিনটার ওপরেই নির্ভর করবে। চট্টগ্রাম টেস্টে ছিল বোলারদের জন্য কঠিন উইকেট। তাই উভয় দলের ব্যাটাররা দারুণ পারফর্ম করেছেন। তবে দুদলের বোলিং পারফর্মেন্সে ছিল ভিন্নতা। বাংলাদেশের স্পিনাররা দাপট দেখিয়েছেন সাগরিকায়, আর শ্রীলঙ্কার পেসাররা। লঙ্কান পেসাররা সেই আত্মবিশ^াস কাজে লাগিয়ে দিনের শুরুতে যে সুবিধা ছিল মিরপুরের উইকেটে, তা কাজে লাগিয়েছেন দুদিনই। আগের দিন রাজিথা আর আসিথা ফার্নান্দোর পেসে প্রথম সেশনে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ অত্যন্ত কম সময়ের মধ্যে। মঙ্গলবার দ্বিতীয় দিন ৮ ওভারের মধ্যে ২টি এবং লাঞ্চের আগে মোট আড়াই ঘণ্টার দীর্ঘ সেশনে ৮৪ রানে ৪ উইকেট খুঁইয়েছে বাংলাদেশ। ডোমিঙ্গো প্রথম দিন বাংলাদেশের স্কোরবোর্ডে ৫ উইকেটে ২৭৭ রান দেখেও খুব আনন্দিত হননি, সতর্কবাণী শুনিয়ে বলেন, ‘আমাদের সবার প্রথম সেশনের দিকেই মনোযোগ। আবারও জটিল পরিস্থিতির মধ্যে পড়ার জন্য আমরা ২ উইকেট পিছিয়ে আছি। এখানে প্রথম ইনিংসের গড় রান ৩১৪। এই দুজন (মুশফিক-লিটন) যদি ৩০০ পেরিয়ে যায় এবং মোসাদ্দেক আছে এরপর... আমরা এর চেয়ে বেশি ভাবতে পারছি না। সোমবার রানের হার চমৎকার ছিল, কিন্তু যতটা মিরপুরকে জানি খেলায় দ্রুত গতি পরিবর্তন হয়। আপনি যে কোন দলকে গুটিয়ে দিতে পারেন ২-৩ সেশনের মধ্যেই।’ বাংলাদেশ ৩১.২ ওভার ব্যাট করে আর ৮৮ মাত্র ৮৮ রান যোগ করতেই বাকি ৫ উইকেট হারিয়ে গুটিয়ে গেছে। ডোমিঙ্গোর দুর্ভাবনাকে বাস্তব করেছেন লঙ্কান দুই পেসার রাজিথা ও আসিথা। ক্যারিয়ারসেরা বোলিং করেন দুজনই। রাজিথার ৫ আর আসিথার ৪ উইকেটে বাংলাদেশের ইনিংস থামে ৩৬৫ রানে। রাজিথা জানিয়েছেন, ‘চট্টগ্রামের উইকেট কিছুটা কঠিন ছিল। ঢাকারটা একটু নরম, কিছুটা ধীর। কিন্তু ঢাকায় কিছুটা মুভমেন্ট ছিল। এটা পেসারদের জন্য বেশ ভাল।’ ৫২৬ মিনিটে ৩৫৫ বল খেলে ২১ চারে ১৭৫ রানে অপরাজিত থাকেন মুশফিক। লিটনের সঙ্গে তার ২৭২ রানের জুটি ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে যে অবস্থানে নিয়ে গেছে তা অবিশ^াস্য। অথচ এই ইনিংসে বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে আউট হন। ২৫ রানের নিচে ৬ উইকেট হারানোর পর দলীয় এবং মুশফিকের ব্যক্তিগত ইনিংসটি নয়া বিশ^রেকর্ড। তবে রাজিথার কথার প্রমাণ বোলিংয়ে এসে দিতে পারেননি বাংলাদেশের দুই পেসার এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। তাই ওপেনিং জুটিতে ৯৫ রান তুলে ফেলেন লঙ্কান দুই ওপেনার ওশাদা ও করুনারতেœ। অবশ্য ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক হাঁকিয়ে ৫৭ রানেই চা বিরতির একটু পর এবাদতের শিকার হন ওশাদা। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে ধীরস্থির করুনারতেœ পরের ওভারেই শর্ট লেগে ক্যাচ দিয়েছেন, কিন্তু হাতছাড়া করেন মাহমুদুল হাসান জয়। সেটাই বড় আক্ষেপ হয়েছে বাংলাদেশ দলের জন্য দিনশেষে। কারণ মাত্র ৩৭ রানে তখন লঙ্কান অধিনায়ক ব্যাট করছিলেন। তিনি তখন সাজঘরে ফিরলে দ্বিতীয় দিনশেষে দারুণ একটা অবস্থানেই যেতে পারত বাংলাদেশ। কিন্তু নিজের ২৯তম ফিফটি হাঁকিয়েছেন করুনারতেœ এবং দ্বিতীয় উইকেটে অতি সতর্ক কুশল মেন্ডিসের সঙ্গে ৪৪ রান যোগ করেছেন। বাংলাদেশের বোলারদের হতাশ করে মোক্ষম জবাবই দিয়ে গেছে তারা। কিন্তু কিছুটা স্বস্তি এনে দেন সাকিব আল হাসান। দিনের খেলা শেষ হওয়ার মাত্র ১৭ বল আগে ৪৯ বলে ১১ রান করা কুশলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন এ বাঁহাতি। দিনের শেষভাগে পাওয়া এই সাফল্যই আজ তৃতীয় দিন বাংলাদেশী বোলারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজে লাগবে। তাছাড়া মিরপুরের ধীর উইকেটে আজ থেকেই স্পিনাররা সুবিধা পেতে পারেন এবং সকালে পেসারদের জন্যও থাকবে কিছু। এ বিষয়ে রাজিথার পূর্বাভাস, ‘হয়তো আগামীকাল এবং পরশু দিন এখানে কিছুটা টার্ন দেখা যাবে।’ ২২২ রানের বড় ব্যবধানে এখনও এগিয়ে আছে বাংলাদেশ দল। তবে ৮ উইকেট আছে লঙ্কানদের, ৭০ রানে অপরাজিত করুনারতেœ। আজ ম্যাচের তৃতীয় দিন তাই পাল্টে যেতে পারে ম্যাচের গতি-প্রকৃতি এবং দিনশেষে হয়তো অনেকটাই বোঝা যাবে এই ম্যাচে চালকের আসনে কে আছে? তাই রাজিথা বলেছেন, ‘এটা ভাল একটা খেলা হতে যাচ্ছে, কিন্তু সেটা নির্ভর করবে আগামীকালের (আজ) ওপর।’ তবে আজই ম্যাচের নিয়ন্ত্রণে যেতে চায় বাংলাদেশ। লিটন দাস তেমনটাই জানিয়েছেন। দিনশেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা চিন্তা করছিলাম যে মিরপুরে ম্যাচে থাকতে হলে ৩০০ রান করতে হবে। এখনও শ্রীলঙ্কা অনেকটা পিছিয়ে আছে। আমরা কাল সকালে (আজ) যদি দুয়েকটা উইকেট নিতে পারি তো অনেকখানি এগিয়ে থাকব।’ মিরপুরে সাধারণত প্রথম ইনিংস শেষে এগিয়ে থাকা দলই জিতেছে বেশিরভাগ সময়। এর আগে মিরপুরে হওয়া ২২ টেস্টের ১৯টিতে হয়েছে ফল। তার মধ্যে ১৮ ম্যাচেই প্রথম ইনিংস শেষে লিড নেয়া দল জিতেছে। এর ভেতর আবার ৬ বার ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল লিড নিয়ে জিতেছে এবং ১২ বার ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করে এগিয়ে থাকা দল জিতেছে। একমাত্র ব্যতিক্রম ঘটিয়েছে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংস শেষে ২২ রানে পিছিয়ে থেকেও তারা ৫ উইকেটের জয় পায়। তাই লিটনও দ্বিতীয় দিনশেষে বললেন, ‘এখানে প্রথম ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ। ওরা যদি আমাদের নিকটতর হয় বা এগিয়ে যায় তাহলে আমরা ব্যাকফুটে পড়ে যাব। তো এই ইনিংসে যতখানি লিড নেয়া যায় সেই চেষ্টা থাকবে।’ তবে এই কাজটা করতে হলে আজ বোলারদের দারুণ কিছু করতে হবে। আজ সকালেই দেখা যাবে লঙ্কান ব্যাটারদের বিপক্ষে তারা কি করতে পারেন।
×