ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চবিতে ভর্তি বঞ্চিত তিন প্রতিবন্ধী, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২৩:১৯, ২৪ মে ২০২২

চবিতে ভর্তি বঞ্চিত তিন প্রতিবন্ধী, প্রতিবাদে মানববন্ধন

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি হওয়ার সুযোগ পাননি তিন দৃষ্টি প্রতিবন্ধী। প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির অন্যান্য সকল যোগ্যতা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসার কর্তৃক স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হিসেবে স্বীকৃতি দেয়া হয় জন্মলগ্ন থেকে দৃষ্টি প্রতিবন্ধী মোঃ সোহেল রানা, উৎস সিদ্দিকী এবং মোঃ কাজিমউদ্দীনকে। ফলে প্রতিবন্ধী কোটায় ভর্তির সুযোগ পাননি তারা। মানববন্ধনে বক্তারা বলেন, বারবার সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেও কোন প্রতিকার পাননি এই তিনজন ভুক্তভোগী শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নিলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার পাশাপাশি বঞ্চিত হবে ৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থী যা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসতে যাদের জীবনভর সংগ্রাম করতে হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী সোহেল রানা বলেন, আমি জন্ম থেকেই চোখে দেখতে পাইনা। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার সরকারী সনদও আমার কাছে রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল টিম আমাকে দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে স্বীকৃতি দেয়নি। তাদের মেডিক্যাল টিমের যান্ত্রিক ত্রুটির জন্য আমি প্রতিবন্ধী কোটায় ভর্তি হতে পারছি না। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
×