ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সড়কে পাগল সেজে মোটরসাইকেল ছিনতাই করতো ওরা চক্রের দু’জনকে গ্রেফতার করেছে গাজীপুরের পিবিআই

পাগলের বেশে মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের সন্ধান পেয়েছে গাজীপুরের পিবিআই

প্রকাশিত: ২০:২৮, ২৩ মে ২০২২

পাগলের বেশে মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের সন্ধান পেয়েছে গাজীপুরের পিবিআই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ পাগল সেজে বিভিন্ন সড়ক-মহাসড়কে ঘুরে বেড়িয়ে গাড়ির গতিরোধ করে মোটরসাইকেলসহ গাড়ি ও মালামাল ছিনতাই করে আসছিল একটি আন্তঃজেলা ছিনতাইকারী চক্র। শিল্প পুলিশের এক সদস্যকে আহত করে তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে এ চক্রের সন্ধান পেয়েছে গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এঘটনায় জড়িত ওই চক্রের দুই সদস্যকে গ্রেফতার পিবিআই। সোমবার গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার শাহজাদপুর থানাধীন রামচন্দ্রপুর এলাকার খোরশেদ প্রামানিকের ছেলে রায়হান প্রামানিক (২৭) এবং সিরাজগঞ্জ সদর থানাধীন ঘটিয়া (চর মাইজেল) এলাকার ইমান আলীর ছেলে হাসমত আলী ওরফে আবুল হাশেম (৩৪)। পিবিআই’র ওই কর্মকর্তা জানান, গত বছরের ২৩ নবেম্বর রাত দেড়টার দিকে ডিউটি শেষে কালিয়াকৈর থানাধীন মৌচাকের নিউ লাইন ক্লথিং লিঃ কারখানা এলাকা হতে মোটরসাইকেল যোগে চক্রবর্তী বেক্সিমকো পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন শিল্প পুলিশের সদস্য মোঃ ফারুক হোসেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজারে কাছে পৌছলে পাগল বেশে এক ব্যক্তি কাঠের ডাসা হাতে নিয়ে মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় পাশেই ওৎ পেতে থাকা অপর কয়েক ব্যক্তি রাম দা, ছুরি, ডেগারসহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মোটর সাইকেল আরোহীকে ঘেরাও করে হাসুয়া দিয়ে মাথায় আঘাত করে এবং মারধর করতে থাকে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান ফারুক। পরে তার মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে চন্দ্রার দিকে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় কালিয়াকৈর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ফারুক। থানা পুলিশ প্রায় ১৫ দিন এবং জেলা গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করে। কিন্তু ক্লুলেস এ মামলাটির কোন রহস্য উদঘাটন করতে না পারায় মামলাটির তদন্তের দায়িত্ব পিবিআই গাজীপুর জেলাকে দেয়া হয়। পিবিআই’র তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান তথ্য প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় জড়িত রায়হান ও হাসমতকে গ্রেফতার করে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ছিনতাইয়ের কথা স্বীকার করে গ্রেফতারকৃতরা। তিনি জানান, গ্রেফতারকৃত রায়হান এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে রবিবার আদালতে জবানবন্দি দিয়েছে। গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্তঃজেলা মোটর সাইকেল ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সড়ক ও মহাসড়কে পাগলের বেশ ধরে কৌশলে মোটর সাইকেল এর গতিরোধ করে দেশীয় অস্ত্র শস্ত্র ব্যবহার করে চালককে মারপিট ও আঘাত করে ছিনতাই ও সেগুলো বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতরা ইতোপূর্বে একই কৌশলে দেশের বিভিন্ন এলাকায় একাধিক মোটরসাইকেল ছিনতাই করে সেগুলো বিক্রির কথা স্বীকার করেছে। এরপ্রেক্ষিতে পাগলের বেশে মোটরসাইকেল ছিনতাকারীর সন্ধান ও রহস্য উদঘাটন করা হয়েছে।
×