ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে ॥ মুমিনুল

প্রকাশিত: ১৬:০০, ২২ মে ২০২২

এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে ॥ মুমিনুল

অনলাইন ডেস্ক ॥ আগামীকাল সোমবার থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। দল থেকে তাসকিন আহমেদে আগেই ছিটকে গেছেন। শরিফূল ইসলামও আহত থাকায় ঢাকা টেস্টে খেলছেননা। এই অবস্থায় কি বাংলাদেশ এক পেসার নিয়ে খেলবেন। এমন এক প্রশ্নের জবাবে দলের অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আমি জানি না আমি অধিনায়ক হওয়ার পর আপনারা এক পেসার পেয়েছিলেন কি না। মনে হয় না এক পেস বোলার খেলবে। এমনও হতে পারে ৩ জনও খেলতে পারে।’ আজ রবিবার মিরপুরে সংবাদ সম্মেলনে সংবাদিকের ছুড়ে দেওয়া প্রশ্নের জবাবে একথা বলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। মুমিনুল বলেন, 'টেস্ট অধিনায়ক হিসেবে আমি চাই আমার এক ঝাঁক পেসার থাকুক, স্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক। তাই এটা আমার জন্যও সুযোগ। ভবিষ্যতে টেস্ট দলের জন্য কী করতে পারবে, কীভাবে উন্নতি করতে পারবে এসব আমিও দেখে নিতে পারব।’ মুমিনুল আরও বলেন, ‘সবসময় তো একরকম থাকতে চাই না। আমার কাছে মনে হয় আমাদের জন্য ভালো একটা সুযোগ। চট্টগ্রাম টেস্টের কথা চিন্তা না করে এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে। আশা করি ঢাকা টেস্টেও যেন দলগতভাবে খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে।’ চট্টগ্রাম টেস্টে ছিলেন না পেসার এবাদত হোসেন। নিউজিল্যান্ডে জয়ের নায়ক ছিলেন তিনি, দক্ষিণ আফ্রিকার মাটিতেও খুব একটা খারাপ করেননি। তাসকিন-শরিফুল না থাকায় খেলার সম্ভাবনা বেড়েছে তার। এবাদতের ব্যাপারে আশাবাদী মুমিনুলও। তিনি বলেছেন, ‘আমি সবসময় আশাবাদী থাকতে পছন্দ করি। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে (এবাদত) অনেক ভালো বল করেছিল। ওই অনুযায়ী হয়তো ভালো করতে পারেনি। লেন্থ পিক করতে পারেনি। বেশিরভাগ সময় আমরা ঢাকায় প্র্যাকটিস করি। আমার কাছে মন হয় এই কন্ডিশন ও জানে। আমার মনে হয় এই টেস্টে ও খুব ভালোভাবে ব্যাক করবে। এবাদতের জন্য এটা ভালো সুযোগ, সঙ্গে আমার জন্যও।
×