ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বর্ষাকে সামনে রেখে তিস্তাপাড়ে শুরু হয়েছে নতুন নৌকা তৈরির কাজ

প্রকাশিত: ১৬:১৬, ২০ মে ২০২২

বর্ষাকে সামনে রেখে তিস্তাপাড়ে শুরু হয়েছে নতুন নৌকা তৈরির কাজ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বর্ষার আগমনকে সামনে রেখে নীলফামারীর তিস্তা সহ বিভিন্ন নদ নদী এলাকায় নৌকা মেরামত ও নতুন নৌকা তৈরি শুরু হয়েছে। বর্ষা মৌসুমে নদ নদীর চর এলাকায় বসবাসকৃত পরিবার গুলোর চলাচলে একমাত্র নৌকা ভরসা ও নৌকাই তাদের জীবন। তিস্তাসহ বড় বড় নদ নদীর চরাঞ্চালের বিশাল জলরাশিতে জেগে উঠেছে অসংখ্য আবাদি জমি। চরের এসব জমিতে কৃষি ফসলের নানান কাজের সাথে নৌকা তৈরি ও মেরামতে ব্যস্ত চরাঞ্চালের মানুষগুলো। তাই বর্ষা আসার আগে ভাগেই চলছে তাদের এই কর্মযজ্ঞ । আজ শুক্রবার (২০ মে) তিস্তাতীরবর্তী নীলফামারীর ডিমলা উপজেলার ঝাড়শিঙ্গেশ্বর, কিসামতের চর, একতার চর, বাঘের চর, টাপুর চর, ডালিয়া ব্যারাজ, চর খড়িবাড়ী, বাইশপুকুর, ভেন্ডাবাড়ী চর জলঢাকা উপজেলার শৌলমারী, গোলমুন্ডা, হলদিবাড়ি, ডাউয়াবাড়ি, কৈমারীসহ বিভিন্ন চর এলাকায় পুরোনো নৌকা মেরামত ও নতুন নৌকা তৈরির ধুম পড়েছে। সবাই শুষ্ক মৌসুমেই বর্ষার জন্য নিজেদের নতুন নৌকা তৈরি ও মেরামত করে প্রস্তুত রাখছেন। এলাকাবাসী জানান, নদীর তীরবর্তী গ্রামগুলিতে স্কুলগামী ছাত্র-ছাত্রীরা নৌকার মাধ্যমে স্কুলে যাতায়াত করে থাকে। বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত এলাকার মৌসুমি জেলেরা নৌকা দিয়ে রাতদিন মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েন। নিচু এলাকার বাসিন্দারা নৌকার মাধ্যমে খেয়া পার হয়ে এক গ্রাম থেকে অন্য গ্রাম ও স্কুল, কলেজ, মাদ্রাসা, হাটবাজার গোখাদ্যের জোগানসহ প্রায় সকল কাজেই প্রয়োজন হয়ে পড়ে। এ অঞ্চলে নৌকার ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে। ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে রবিউল ইসলাম লিথন, আব্দুল লতিফ খান ও ময়নুল হক জানান, নৌকা নির্মাণ ও ব্যবহারের সুদীর্ঘ কালের ঐতিহ্য রয়েছে এ এলাকাগুলোতে। বর্ষা মৌসুমে এসব চরাঞ্চলের বাসিন্দাদের একমাত্র ভরসা নৌকা। তাই এই সময়ে নৌকা তৈরি ও মেরামতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। চরের এসব মানুষ শুকনো মৌসুমে তিস্তার মাছ ধরে এবং কেউ কৃষিশ্রমিক হিসেবে জীবিকা নির্বাহ করেন। দুর্যোগকালীন এসব পরিবারকে সরকারী সহায়তা দেওয়া হয়।
×