ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত সাত

প্রকাশিত: ২৩:১১, ১৯ মে ২০২২

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় নারী, শিশু ও কলেজছাত্রসহ অন্তত সাতজন নিহত হয়েছে। মঙ্গল ও বুধবার এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় একাধিক লোক আহত হয়। নিহতদের মধ্যে নাটোরে ২জন, সিরাজগঞ্জে ২জন, কেরানীগঞ্জ, মঠবাড়িয়া ও কুয়াকাটায় একজন করে রয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের। নাটোরের বড়াইগ্রামে বালুভর্তি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী নোয়া মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের নগর কয়েনবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাইক্রোবাসের চালক মনিরুজ্জামান (৩৫)। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের তালতলা পশুরহাট এলাকার আছির উদ্দিনের ছেলে। অপর নিহত হলেন যাত্রী আল-মাহবুব (৪৩)। নিহত মাহবুব একই উপজেলার গহরপাড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ হোসেন জানান, নোয়া মাইক্রোবাসটি চুয়াডাঙ্গা থেকে রাজশাহীর পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকটি উল্টে যায় ও মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। মাইক্রোবাসের বডির চাপায় আটকে যান যাত্রী আল মাহবুব। জীবিত অবস্থায় বাঁচার জন্য প্রায় ঘণ্টাখানেক আকুতি করলেও ফায়ার সার্ভিসের কর্মীরা বডি কেটে বের করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ ॥ বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী এলাকায় কাভার্ডভ্যান চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী রোজিনা সুলতানা (৩৬) ও আয়েশা খাতুন (৬) নামের এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। কেরানীগঞ্জ ॥ ঢাকার কেরানীগঞ্জে পিকআপের চাকায় পিষ্ট হয়ে আজিজুল ইসলাম ইউসুফ (২০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
×