ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকার শীর্ষ সন্ত্রাসী রোজেন বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড গ্রেফতার

প্রকাশিত: ২১:০৪, ১৮ মে ২০২২

ঢাকার শীর্ষ সন্ত্রাসী রোজেন বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঢাকার শীর্ষ সন্ত্রাসী রোজেন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও পৃথক দুটি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এবং একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামাল হোসেন বিপ্লব ওরফে পাভেলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা এগারোটার দিকে বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। এনিয়ে ওইদিন বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও অপরাধ) মোঃ ইকবাল হোছাইন পিপিএম’র প্রেরিত ই-মেইল বার্তায় গ্রেফতারকৃত বিপ্লবের বরাত দিয়ে জানানো হয়েছে, শীর্ষ সন্ত্রাসী রোজেন বাহিনী ঢাকার বিভিন্ন এলাকা বিশেষ করে মতিঝিল ও শ্যামপুর এলাকায় চাঁদাবাজি করে বেড়াতো। তাদের দাবীকৃত চাঁদা দিতে কেউ অস্বীকার করলে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হতো। তারই ধারাবাহিকতায় রোজেন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কামাল হোসেন বিপ্লব ওরফে পাভেল (৪৫) তার সহযোগীদের নিয়ে ২০০৮ সালের ১৩ আগস্ট সকালে ঢাকার শ্যামপুর থানাধীন রায়েরবাগ বাসস্টান্ড সংলগ্ন তমা হোটেল সুইট ফাস্ট ফুড এন্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে এলোপাথারি গুলি করে হোটেল মালিক ফরিদ সরদারকে হত্যা করে। এ ঘটনায় নিহত ফরিদ সরদারের স্ত্রী সুমাইয়া খানম বাদী হয়ে শ্যামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একইভাবে বিপ্লব তার সহযোগীদের নিয়ে ২০০৯ সালের ৪ মে দুপুরে তৎকালীন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল খাদেম ওরফে আনিস খাদেমকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত আমিনুল খাদেমের ছেলে মাহমুদুল হক খাদেম বাদী হয়ে মতিঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক উভয় মামলার প্রধান আসামি কামাল হোসেন বিপ্লব ওরফে পাভেলকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত বিপ্লব বরিশাল জেলার উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। দীর্ঘদিন থেকে সে ঢাকায় বসবাস করার সুবাদে অপরাধ জগতের সাথে মিশে যায়। উজিরপুর মডেল থানার ওসি মোঃ আলী আর্শাদ জানান, দুইটি হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত কামাল হোসেন বিপ্লবের বিরুদ্ধে মতিঝিল থানার অপর একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। হত্যা মামলার সাজা পরোয়ানার কাগজ উজিরপুর থানায় পাঠানো হয়। ওসি বলেন, বুধবার সকালে বিপ্লব তার চাচা শ্বশুড়ের জানাজায় অংশগ্রহনের জন্য উজিরপুরে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে ও তার অবস্থান নিশ্চিত হয়ে উজিরপুর মডেল থানা পুলিশ শোলক ইউনিয়নের দক্ষিণ ধামুরা এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন থেকে আত্মগোপনে থাকা দন্ডপ্রাপ্ত আসামি কামাল হোসেন বিপ্লব ওরফে পাভেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
×