ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশে এখনো আয়োডিনবিহীন লবণ খাচ্ছেন ২০ শতাংশ মানুষ

প্রকাশিত: ১৯:০৯, ১৮ মে ২০২২

দেশে এখনো আয়োডিনবিহীন লবণ খাচ্ছেন ২০ শতাংশ মানুষ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দেশে এখনো ২০ শতাংশ মানুষ আয়োডিনবিহীন লবণ খাচ্ছেন। এতে করে এসব মানুষের স্বাস্থ্যঝুঁকি থেকেই যাচ্ছে। আর স্বাস্থ্যঝুঁকি এড়াতে শতভাগ আয়োডিনযুক্ত লবণ বাজারজাত করতে হবে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বাংলাদেশের নিউট্রিশন কর্মকর্তা ডা. আইরিন আক্তার চৌধুরী। পাশাপাশি দেশে উৎপাদিত লবণ সঠিকভাবে বাজারজাতকরণের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লবণ সংক্রান্ত যথাযথ তথ্য ভান্ডার (ডাটা হাব) গড়ে তোলার গুরুত্ব অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি। তিনি রংপুর অঞ্চলে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার বৃদ্ধি জোড়দার করনে সুপারিশও করেন। আজ বুধবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগীতায় আয়োডিন যুক্ত লবণ আইন ২০২১ নিয়ে ওরিয়েন্টেশনে ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশের আয়োডিন যুক্ত লবণ আইন ২০২১ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোখলেছুর রহমান, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, বিসিকের জেলা ম্যানেজার হোসনে আরা খাতুন, বীরমুক্তিযোদ্ধা কান্তিভুষন কুন্ডু, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববী প্রমুখ।
×