ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে গিয়ে এনজিও কর্মী একমাস ধরে নিখোঁজ

প্রকাশিত: ১৬:০৩, ১৭ মে ২০২২

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে গিয়ে এনজিও কর্মী একমাস ধরে নিখোঁজ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে গিয়ে পারভেজ নামে এক এনজিও কর্মী এক মাসের বেশী সময় ধরে রহস্য জনকভাবে নিখোঁজ রয়েছে। তিনি ইতোপূর্বে রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সুত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ পতেঙ্গা দক্ষিণ পাড়া মির্জা আলী বাড়ির আলী ওসমানের পরিবারে রফিকুল ইসলাম (২৬) ওরফে পারভেজ গত ৭ই এপ্রিল কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প বেড়ানো এবং ঈদের আগে বাড়িতে ফিরে আসার কথা বলে চলে যায়। এরপর থেকে তার ব্যবহৃত মুঠোফোন-০১৭৭১-০১০১২৫ এবং ০১৩২৩-৯৩৯৫৪১ বন্ধ পাওয়া যায়। দুই সপ্তাহ পর একটি মোবাইল নাম্বার থেকে তার মোবাইলটি মাত্র ৪শ টাকা বিক্রি করে দিয়েছে বলে জানায়। নিখোঁজ যুবকের এক প্রতিবেশী টেকনাফের এক মসজিদে দেখতে পেয়েছিল বলে পরিবারকে জানায়। এই ঘটনার বেশ কয়েকদিন পরেও ছেলের খোঁজ না পেয়ে পিতা মো: আলী ওসমান পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেন।
×