ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুরস্কার পাবেন মাঠ পর্যায়ে ভূমির সেরা কর্মকর্তা-কর্মচারীরা

প্রকাশিত: ১৯:৫৮, ১৬ মে ২০২২

পুরস্কার পাবেন মাঠ পর্যায়ে ভূমির সেরা কর্মকর্তা-কর্মচারীরা

অনলাইন রিপোর্টার ॥ ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের সেরা কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করবে সরকার। এজন্য ‘ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার প্রদান নীতিমালা-২০২২’ করেছে ভূমি মন্ত্রণালয়। মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম মূল্যায়নের মাধ্যমে নির্বাচিতদের পুরস্কার দিতেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালা অনুসরণ করে ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মীদের প্রতি বছর ভূমি সেবা সপ্তাহে এ পুরস্কার দেওয়া হবে বলে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) প্রদীপ কুমার দাস বলেন, সততা, দক্ষতা, নামজারি নিষ্পত্তির হার, মিস কেস, নিষ্পত্তির হার, করণিক ভুল নিষ্পত্তির হার, সেবা প্রার্থীদের সঙ্গে ব্যবহার ইত্যাদি নানা মানদণ্ডে মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তাদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছি। এজন্য একটি নীতিমালাও করা হয়েছে। তিনি বলেন, পুরস্কারের জন্য সেরা কর্মকর্তা-কর্মচারী নির্বাচন করা হবে অটোমেটেড প্রক্রিয়ায়। এখানে যোগসাজশ করে কেউ সেরা হয়ে যাবে সে সুযোগ থাকছে না। ‘ভূমির কর্মকর্তা-কর্মচারীদের অপরাধের জন্য আমরা শাস্তি দিচ্ছি। ভালো কাজের জন্য তো পুরস্কার দিতে হবে। সেই উদ্দেশ্যেই মূলত সেরা কর্মী নির্বাচন করে পুরস্কারের ব্যবস্থা করা হচ্ছে’ বলেন অতিরিক্ত সচিব। নীতিমালা অনুযায়ী, জেলায় একজন করে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, একজন করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, একজন করে সার্ভেয়ার ও একজন করে কানুনগো পুরস্কার পাবেন। এছাড়া জেলায় একজন সহকারী কমিশনার (ভূমি) পুরস্কারের জন্য মনোনীত হবেন। সব জেলার শ্রেষ্ঠদের মধ্যে থেকে বিভাগে একজন এবং সারাদেশে আটজন সহকারী কমিশনার (ভূমি) পুরস্কার পাবেন।
×