স্টাফ রিপোর্টার ॥ ৩ কোটি টাকার স্বর্ণসহ সৌদি আরবে আটক হলেন বিমানের কেবিন ক্রু শুভ। পুরো নাম রুহুল আমিন শুভ। তিনি বিমানের ফ্লাইট স্টুয়ার্ড। এই ঘটনায় বিমান কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করেছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শুভ বিমানের ফ্লাইট সিডিউলিং শাখার সাকিল বাহিনীর প্রধান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে শুভর নেতৃত্বে একটি গ্রুপ দেশ থেকে শত শত কোটি টাকা পাচার করে বিদেশ থেকে স্বর্ণ আনতেন। বুধবার দুপুরে সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। শুভ বাংলাদেশ বিমানের ঢাকাগামী ফ্লাইট বিজি৪০৩৬-এর কেবিন ক্রু ছিলেন।
বিমানে ওঠার আগ মুহূর্তে সৌদি পুলিশ শুভর ব্যাগ তল্লাশি করে তার কাছ থেকে ৩ কোটি টাকার গোল্ড ও বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা দেখতে পান। পুলিশ তার কাছে এসব গোল্ডের কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় সোপর্দ করে।
শাহজালালে তিন কোটি ৪০ লাখ
টাকার স্বর্ণ জব্দ ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর সঙ্গে করে নিয়ে আসা দুটি হ্যামার ভেঙ্গে ৪৪টি সোনার বার পেয়েছেন ঢাকা কাস্টম হাউসের গোয়েন্দারা। সব মিলিয়ে মোট সোনার ওজন দাঁড়ায় ৫ দশমিক ১৮০ কেজি। জব্দকৃত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা। মঙ্গলবার রাত ৯টা ১০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে জি ৯৫১০ ফ্লাইটে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দওে পৌঁছান আতাউর রহমান নামে এক যাত্রী। তার বাড়ি হবিগঞ্জে।