ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যাম্বুলেন্স হস্তান্তর

প্রকাশিত: ২৩:৫৬, ২৬ জানুয়ারি ২০২২

এ্যাম্বুলেন্স হস্তান্তর

নিজের সংবাদদাতা, ফটিকছড়ি ॥ ফটিকছড়িতে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার হিসেবে দেয়া একটি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ্যাম্বুলেন্সটির চাবিটি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভা-ারী এমপি। বিশেষ অতিথি ছিলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাবিল চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান, উপজেলা ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, জেবুন্নাহার মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) এস.এম আলমগীর, পৌর মেয়র ইসমাইল হোসেন প্রমুখ। শিশু শিক্ষার্থী আহত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা গ্রামে মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ মেহেদী হাসান কর্তৃক সাব্বির রহমান (১১) নামের এক শিশু ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সাব্বির ওই মাদ্রাসার শিক্ষার্থী। সে ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর মেঝোঝিলা নিবাসী মোঃ রউফ শেখের ছেলে। এ ঘটনায় সোমবার রাতে রূপসা থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযোগে জানা যায়, গত ২২ জানুয়ারি বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক মেহেদী হাসান মারপিট করেন ছাত্র সাব্বিরকে। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। এক পর্যায়ে জ্ঞান ফিরলে সে পালিয়ে আনন্দনগর গ্রামের বাড়িতে যায়।
×