ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিনা নোটিসে উচ্ছেদ করা হবে ॥ মেয়র আতিক

প্রকাশিত: ২২:২৯, ২৪ জানুয়ারি ২০২২

বিনা নোটিসে উচ্ছেদ করা হবে ॥ মেয়র আতিক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার অবৈধ দখলদারদের কোন ধরনের নোটিস ছাড়াই অর্থাৎ বিনা নোটিসে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। রবিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় লাউতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএনসিসি মেয়র এ কথা জানান। আতিকুল ইসলাম বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এই নগরীকে জলজট কিংবা জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করতে হলে যে কোন মূল্যে খালগুলো উদ্ধার করতেই হবে। তিনি বলেন, নক্সা অনুযায়ী লাউতলা খালের দৈর্ঘ্য ও প্রস্থ যা থাকার কথা বাস্তবে তার কিছুই নেই। অবৈধভাবে দখল ও স্থাপনা নির্মাণ করে খালটির অস্তিত্বই বিলীন করে দেয়া হয়েছে। প্রায় আড়াই কিলোমিটার দৈর্ঘ্যরে এ খাল উদ্ধার করে বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত করা হবে। মেয়র বলেন, নগরবাসীর সহযোগিতায় বিভিন্ন জায়গায় খাল উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিটি খালের দুই পাড়ের সীমানা নির্ধারণ করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে। এরইমধ্যে যারা অবৈধভাবে খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন তাদের দ্রুততম সময়ের মধ্যে দখল ছেড়ে দিতে হবে। অন্যথায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দেয়া হবে।
×