নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল ॥ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ শপথ নিয়েছেন। শনিবার বিকেল চারটায় জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী উপস্থিত ছিলেন। শপথ শেষে সংসদ সদস্য খান আহমেদ শুভ ধানম-ির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। গত ১৬ নবেম্বর এই আসনের সংসদ সদস্য মোঃ একাব্বর হোসেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়।