ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে বিচারপতি মনোনীত বাংলাদেশী বংশোদ্ভূত নুসরাত

প্রকাশিত: ০০:০১, ২১ জানুয়ারি ২০২২

যুক্তরাষ্ট্রে বিচারপতি মনোনীত বাংলাদেশী বংশোদ্ভূত নুসরাত

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে বিচারপতি হিসেবে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী মনোনয়ন পেয়েছেন। নিয়োগ চূড়ান্ত হলে তিনি প্রথম মুসলিম নারী হিসেবে এ পদে বসবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এই মনোনয়ন দেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। খবর বিবিসি বাংলার। নতুন বিচারপতিদের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট বাইডেনের একটি লক্ষ্য ছিল আমেরিকার বিচার বিভাগে বৈচিত্র্য আনা। বাইডেনের এই মনোনয়ন যদি মার্কিন সিনেটে পাস হয় তাহলে নুসরাত জাহান চৌধুরী নিউইয়র্ক স্টেটের ফেডারেল কোর্টে বিচারকার্য পরিচালনা করবেন। তিনি বর্তমানে ইলিনয়ের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইলিনয়ের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের নির্বাহী পরিচালক কলিন কন্নেল এক বিবৃতিতে বলেন, ‘ফেডারেল বেঞ্চে নুসরাত জাহান চৌধুরীর মনোনয়ন ঐতিহাসিক- তিনি প্রথম বাংলাদেশী-আমেরিকান, প্রথম মুসলিম নারী এবং দ্বিতীয় মুসলিম আমেরিকান হিসেবে ফেডারেল বেঞ্চে দায়িত্ব পালন করবেন। এক বছর আগে ক্ষমতায় আসার পর বাইডেন এখন পর্যন্ত ১৩ বারের মতো বিচারক মনোনয়ন দিলেন। সবশেষ ৮ জনকে নিয়ে তিনি মোট ৮৩ জন বিচারককে মনোনয়ন দিয়েছেন। তার মনোনয়ন পাওয়া বিচারকদের মধ্যে অনেক নারী ও কৃষ্ণাঙ্গ রয়েছেন। নতুন মনোনয়ন দেয়া আট বিচারকের মধ্যে সাতজনই নারী। কে এই নুসরাত জাহান চৌধুরী ॥ হোয়াইট হাউসের বিবৃতিতে নুসরাত জাহান চৌধুরীর একটি সংক্ষিপ্ত পরিচিতি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, নুসরাত জাহান চৌধুরী ২০২০ সাল পর্যন্ত ইলিনয় অঙ্গরাজ্যের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের লিগ্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত নিউইয়র্কে আমেরিকার সিভিল রাইটস ইউনিয়নে বিভিন্ন পদে কাজ করেছেন। সর্বশেষ ২০১৮ ও ২০২০ সাল পর্যন্ত তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম-এর ডেপুটি ডিরেক্টর ছিলেন। নুসরাত জাহান চৌধুরী যুক্তরাষ্ট্রের ইয়েল ল স্কুল, প্রিন্সটন স্কুল অব পাবলিক এ্যান্ড ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স এবং কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশুনা করেন।
×