স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও শহর ছাত্রলীগ সাধারণ স¤পাদকের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ না করার দাবিতে কয়েকশ’ নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ সদর থানা ঘেরাও করেন পৌর মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব। বুধবার দুপুরে থানা ঘেরাও এর খবর শুনে থানায় ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজুল আবেদীন। এ সময় নেতাকর্মীরা থানা কম্পাউন্ডে ঢুকে সাজ্জাত হোসেন সাগরের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ না করার বিভিন্ন সেøøাগান দেয়।
এই সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান হোসেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আরেক প্যানেল মেয়র সোহেল রানা রানু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সাত্তার মুন্সী প্রমুখ। তবে থানা ঘেরাওয়ের বিষয়ে ভিন্ন কথা বলেছেন পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেন, ‘আমি নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতে থানায় গিয়েছি।’ এদিকে থানা ঘেরাওয়ের বিষয় অস্বীকার করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, পৌর মেয়র এসেছিলেন প্যানেল মেয়র ও কাউন্সিলর সাজ্জাত হোসেন সাগরের বিরুদ্ধে থানায় দায়ের করা অভিযোগের বিষয়টি সম্পর্কে জানার জন্য।