ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিউকম গ্রাহকের টাকা ফেরতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

প্রকাশিত: ২২:১৬, ১৪ জানুয়ারি ২০২২

কিউকম গ্রাহকের টাকা ফেরতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

অর্থনৈতিক রিপোর্টার ॥ অগ্রিম টাকা নিয়ে পণ্য না দেয়ার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া কিউকমের গ্রাহকদের ৫৯ কোটি টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বুধবার মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে কেন্দ্রীয় ব্যাংকের গবর্নরের কাছে চিঠি পাঠানো হয়। এতে প্রথম ধাপে ই-কমার্স প্ল্যাটফর্ম কিউকমের অগ্রিম অর্থ জমা দেয়া গ্রাহকদের একাংশের পণ্য পাওয়ার পথে আরও একধাপ অগ্রগতি হলো। এসব অর্থ পেমেন্ট গেটওয়ে ফস্টারের কাছে আটকে ছিল। আর কিউকমের মতোই নানা অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে পেমেন্ট গেটওয়ে কোম্পানিটির এ্যাকাউন্টও অবরুদ্ধ করে রাখা হয়েছে। বৈঠকে সিদ্ধান্তের ভিত্তিতে গ্রাহকদের আটকে থাকা অর্থ ফেরত দিতে পদক্ষেপ নিতে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করা হয়।
×