ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ০১:৪৭, ১২ জানুয়ারি ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রাক্তন শিক্ষক ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা বহু নির্বাচনি প্রশ্নোত্তর ১।নিচের কোনটি পাঠ্যপুস্তক সরবরাহকারী ওয়েবসাইট? ক)www.ntrca.gov.bd খ) www.nctb.gov.bd গ) www.yahoo.com ঘ) www.yotube.com উত্তর : খ) www.nctb.gov.bd ২।পরীক্ষার ফলাফল জানার জন্য কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ? ক) মাউস খ) পেনড্রাইভ গ) ইন্টারনেট ঘ) প্রিন্টার উত্তর : গ) ইন্টারনেট ৩। ইন্টারনেট সংযোগ নিতে কোনটির প্রয়োজন নেই? ক) কম্পিউটার খ) মডেম গ) প্রিন্টার ঘ) সফটওয়্যার উত্তর : গ) প্রিন্টার ৪। www.shikkhok.com এ কোর্স করার সুযোগ আছে- i) গণিত ii) কম্পিউটার কৌশল iii) পরিবেশ বিজ্ঞান নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii উত্তর : ঘ) i, ii ও iii ৫। অনলাইনে তথ্য খোঁজার জন্য কোন ওয়েবসাইট ব্যবহার করা হয়? ক) www.ntrca.gov.bd খ) www.ntcb.gov.bd গ) www.google.com ঘ) www.ebook.com উত্তর : গ) www.google.com ৬।ইন্টারনেটে ডকুমেন্টের ঠিকানাকে কী বলে? ক) URL খ) ISP গ) GII ঘ) Netizen উত্তর : ক) URL ৭।যে কোন তথ্য সম্পর্কে অসংখ্যক তথ্যের লিংক পাওয়া যায় কোথায়? ক) রেডিওতে খ) পত্র-পত্রিকায় গ) সার্চ ইঞ্জিনে ঘ) বইয়ে উত্তর : গ) সার্চ ইঞ্জিনে ৮। NCTB এর ওয়েবসাইট হতে পাঠ্যপুস্তক- i) ডাউনলোড করা যাবে ii) কেনা যাবে iii) ডাউনলোড করে প্রিন্ট করা যাবে। নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উত্তর : খ) i ও iii ৯।ইন্টারনেটে শিক্ষা বিষয়ক তথ্য থাকতে পারে কী আকারে? ক) লিখিত আকারে খ) ভিডিও আকারে গ) ছকি আকারে ঘ) সবগুলো উত্তর : ঘ) সবগুলো ১০। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট কোনটি? ক) www.google.com খ) www.moedu.gov.bd গ) www.wikipedia.org ঘ) www.yahoo.com উত্তর : খ) www.moedu.gov.bd ১১। খান একাডেমী বর্তমান বিশ্বের কোন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে জনপ্রিয়? ক) শিক্ষা বিষয়ক ওয়েবসাইট খ) বিনোদন ওয়েবসাইট গ) বিজ্ঞাপনী সংস্থা ঘ) একাডেমিক কেয়ার উত্তর : ক) শিক্ষা বিষয়ক ওয়েবসাইট ১২।ইংরেজী ভাষার উইকিপিডিয়াতে কত লক্ষের বেশী নিবন্ধন আছে? ক) ৩০ লক্ষ খ) ৪০ লক্ষ গ) ৫০ লক্ষ ঘ) ৬০ লক্ষ উত্তর : খ) ৪০ লক্ষ ১৩। বাংলা ভাষায় শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কোর্স রয়েছে কোন সাইটে? ক) www.ebook.com খ) www.bbcjanala.com গ) www.wikipedia.org ঘ) www.shikkohk.com উত্তর : ঘ) www.shikkohk.com ১৪।ইন্টারনেটে তথ্যগুলো থাকতে পারে- i) সরাসরি তথ্য আকারে ii) ভিডিও আকারে iii) এনিমেশন আকারে নিচের কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii উত্তর : ঘ) i, ii ও iii ১৫।ওয়েব পেজে থাকতে পারে- র) টেক্সট রর) ভিডিও ররর) অডিও নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর রচনামূলক প্রশ্নোত্তর প্রশ্ন : ১। খান একাডেমি কী? শিক্ষা ক্ষেত্রে এর ভূমিকা বর্ণনা কর? উত্তর : খান একাডেমি হচ্ছে বর্তমানে বিশ্বের জনপ্রিয় শিক্ষা সাইট। যেখানে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয়। বাংলাদেশী বংশোদ্ভূত শিক্ষাবিদ সালমান খান ২০০৬ সালে এই সাইটটি প্রতিষ্ঠা করেন। এই সাইটে গণিত, ইতিহাস, স্বাস্থ্যসেবা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীব বিজ্ঞান, অর্থনীতি, মহাকাশ বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান ইত্যাদি বিষয়ের ৩০০০টির মতো ছোট ছোট ভিডিও রয়েছে। বাংলা ভাষাতেও সালমান খানের ভিডিও পাওয়া যায়। এই সাইটটিতে ভিডিও দেখা ও ডাউনলোড করা যায়। প্রশ্ন : ২। সার্চ ইঞ্জিন কী? শিক্ষায় সার্চ ইঞ্জিনের ভূমিকা লেখ ? উত্তর : অনলাইনে তথ্য খোঁজার জন্য বিশেষ এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার করতে হয়। একেই সার্চ ইঞ্জিন বলা হয়। বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে। যেমন : এড়ড়মষব, ণধযড়ড়, নরহম ইত্যাদি। শিক্ষাক্ষেত্রে এটি ব্যবহার করে সহজেই উপকৃত হওয়া যায়। একজন শিক্ষার্থী তার গণিত বা পদার্থ বিজ্ঞানের সূত্র সংক্রান্ত যে কোন তথ্য সার্চ ইঞ্জিনের মাধ্যমে সহজেই সমাধান পেয়ে যায়। তাছাড়াও পৃথিবীর যে কোন বিশ্ববিদ্যালয়ের নাম সার্চ ইঞ্জিনে সার্চ করে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণা সম্পর্কে জানতে পারে। এভাবেই সার্চ ইঞ্জিন শিক্ষাক্ষেত্রে ভূমিকা পালন করছে।
×