স্টাফ রিপোর্টার ॥ কর্মক্ষেত্রে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠনের পদক্ষেপ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের দেয়া নির্দেশনা বাস্তবায়ন করে সে মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সব সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন করার নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে এই রুল জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ ৪০টি মন্ত্রণালয়ের সচিব, সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ বার কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে শিক্ষাঙ্গনসহ দেশের সব সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের দেয়া নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।