ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাহানারাকে রেখেই মালয়েশিয়া গেল নারী ক্রিকেট দল

প্রকাশিত: ০০:০৯, ৯ জানুয়ারি ২০২২

জাহানারাকে রেখেই মালয়েশিয়া গেল নারী ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ডানহাতি পেসার জাহানারা আলম। পারফর্মেন্সে সবসময়ই বাংলাদেশ মহিলা ক্রিকেট দলে অন্যতম সেরা পেসার তিনি। তবে এবার আসন্ন কমনওয়েলথ গেমসের মহিলা টি২০ ক্রিকেট প্রতিযোগিতার বাছাইয়ে খেলা হচ্ছে না তার। তাকে ছাড়াই শুক্রবার নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাহানারাকে ছাড়াই কুয়ালালামপুর গিয়ে কোয়ারেন্টাইন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে আছেন ২৮ বছর বয়সী এ তারকা। জানা গেছে কিছুদিন আগে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুইয়ে সফরে গিয়ে কোচ ও অন্য ক্রিকেটারের সঙ্গে বাজে আচরণের জন্য শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাকে বাদ দেয়া হয়েছে। কমনওয়েলথ গেমস বাছাইয়ে টি২০ ফরমেটে খেলা হবে। এবার এই ফরমেটেও বাংলাদেশের মহিলা ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন জ্যোতি। ওয়ানডে অধিনায়ক হয়েছিলেন তিনি রুমানা আহমেদকে সরিয়ে। এবার সালমা খাতুনের বদলে তার কাঁধে উঠেছে টি২০ দলের নেতৃত্ব। দলটিতে জাহানারার না থাকার বিষয়ে জানা গেছে শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তিস্বরূপ মূল স্কোয়াডে রাখা হয়নি তাকে। ভবিষ্যতে যাতে এমন কা- না করেন সেজন্যই সতর্ক করতে এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ২০২০ সালের শুরুতে দারুণ ফর্মে থাকা জাহানারা ৪ আন্তর্জাতিক ম্যাচে নিয়েছিলেন ১১ উইকেট। এরপর লম্বা বিরতি দিয়ে গত নবেম্বরে জিম্বাবুইয়ে সফরে ২ ওয়ানডেতে ৫ উইকেট নেন। বাংলাদেশ মহিলা দল ॥ নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা ম-ল, সোভানা মোস্তারী, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুরাইয়া আজমিন। স্ট্যান্ড বাই ॥ জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, খাদিজাতুল কোবরা।
×