স্টাফ রিপোর্টার ॥ একটি ইন্টারনেট সরবারহকারী প্রতিষ্ঠানে চাকুরি করতেন শাকিল (১৯)। প্রতিদিনের মতো অফিস শেষ করে বৃহস্পতিবার রাতে বাসায় ফেরেন। এরপর বন্ধু কাজী জাহিদকে নিয়ে নিজের মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে যান। ঘোরা শেষে শুক্রবার ভোরে বাসায় ফিরছিলেন। কিন্তু আর ফেরা হয়নি শাকিলের। জুরাইন রেলগেট সংলগ্ন ফ্লাইওভারের ওপরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান মোটরসাইকেল চালাতে থাকা শাকিল। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন শাকিলের বন্ধু জাহিদ। নিহত শাকিল হোসেন শান্তর চাচা মোঃ জালাল জানান, শাকিলের বাড়ি পটুয়াখালীর রাঙাবালি উপজেলার চরমনতাজ গ্রামে। শাকিলের বাবার নাম হাবিব ফরাজি। দুই ভাইবোনের মধ্যে ছোট ছিল সে। কোনাপাড়ায় সৃজন অনলাইন ডট কম নামে একটি ইন্টারনেট সরবারহকারী প্রতিষ্ঠানে চাকুরি করত। কোনাপাড়া চিশতিয়া রোডে পরিবার নিয়ে থাকত। জালাল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাজ থেকে বাসায় ফেরে শাকিল। তখন আবার হুট করে বাসার বাইরে যায়।