ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অপরাজিত গ্রুপসেরা বসুন্ধরা কিংস

প্রকাশিত: ০০:৫৯, ৯ ডিসেম্বর ২০২১

অপরাজিত গ্রুপসেরা বসুন্ধরা কিংস

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাধীনতা কাপ ফুটবলের একাদশতম আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হলো বুধবার। ফলে চূড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল। অষ্টম ও সর্বশেষ দল হিসেবে শেষ আটে নাম লিখিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল দল। তবে এজন্য তাদের কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছে, যে ম্যাচে তারা খেলেনি। দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংস ৩-০ গোলে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে হারানোয় কপাল খুলে যায় পুলিশের। কেননা নৌবাহিনী, পুলিশ এবং চট্টগ্রাম আবাহনীর সমান ২ পয়েন্ট হলেও (৩ ম্যাচে) গোল গড়ে এগিয়ে থাকায় পুলিশই হয়েছে এই গ্রুপের (গ্রুপ-ডি) রানার্সআপ। আর পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সবার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন কিংস। এই গ্রুপে অপরাজিত আছে তারা। আগেই শেষ আটে খেলা নিশ্চিত হয়ে যাওয়ায় বুধবারের ম্যাচে কিংস তাদের দ্বিতীয় দলকে খেলায়। কিন্তু তাতেও এর কোন ফায়দা নিতে পারেনি একবারের শিরোপাধারী চট্টগ্রাম আবাহনী। বিজয়ী দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহো (২২ মিনিটে), বসনিয়ান উইঙ্গার মোঃ ইব্রাহিম (৮৩ মিনিটে) এবং ফরোয়ার্ড মতিন মিয়া (৮৮ মিনিটে) ১টি করে গোল করেন। ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে বল ধরায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিজিত দলের গোলরক্ষক আজাদ হোসেন।
×