ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টরোন্টোতে ইংরেজী নববর্ষ আয়োজন

প্রকাশিত: ১৮:৫০, ৭ ডিসেম্বর ২০২১

টরোন্টোতে ইংরেজী নববর্ষ আয়োজন

অনলাইন রিপোর্টার ॥ কানাডার টরোন্টোতে আগামী ৩১ শে ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় কেনেডি কনভেনশন সেন্টারে ইংরেজী নববর্ষ উদযাপিত হবে। বছরের সেরা এই জাকজমকপূর্ণ অনুষ্ঠানটির আয়োজনে কানাডা-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এবং হাকিম খান। অনুষ্ঠানের নাম "NEW YEARS EVE CELEBRATION, WELCOMING 2022" সাম্প্রতিক করোনা পরিস্থিতির জন্য গত দুই বছর টরোন্টোতে বড় পরিসরে কোনো ইভেন্টের আয়োজন হয়নি বলে জানা গেছে। তবে বর্তমানে স্বাস্থবিধি মেনে ধারণ ক্ষমতার চাইতে কম সংখ্যক অতিথি নিয়ে আয়োজনটির কাজ এগিয়ে চলছে। এ ব্যাপারে আয়োজনটির ইভেন্ট কোঅর্ডিনেটর ও উপস্থাপিকা অজন্তা চৌধুরীর সাথে কথা হলে তিনি জনকণ্ঠকে জানান ‘গতানুগতিক অনুষ্ঠানের বাইরে, এবার ভিন্নভাবেই অনুষ্ঠানটির উপস্থাপন করা হবে। লাইভ মিউজিক তো থাকছেই, সাথে থাকবে এমন কিছু চমক যা নতুন বছরের সন্ধ্যাটা আকর্ষণীয় করে তুলবে। দর্শকশ্রোতাদের অংশগ্রহণে একটি ব্যাতিক্রমী অনুষ্ঠান উপহার দেবার জন্য "NEW YEARS EVE CELEBRATION, WELCOMING 2022" এর আয়োজক কমিটি কাজ করে চলেছে। আয়োজনটি ইতিমধ্যেই টরোন্টোতে বসবাসরত প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপিনা সৃষ্টি করেছে। "উৎসব আনন্দে, আসুন মিলি প্রাণের টানে।" শ্লোগানটিকে সামনে রেখে উৎসবমুখর এক পরিবেশে মনে রাখার মতো নববর্ষ আয়োজন হবে বলে জানান আয়োজক কমিটি। নির্দিষ্ট প্রবেশমূল্যর টিকিটে পুরো আয়োজনটি কানাডায় বসবাসরত বাঙালীদের জন্য উপভোগের ব্যবস্থা করা হয়েছে।
×