ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঔপন্যাসিক অমিত হাসান

প্রকাশিত: ২৩:৫৭, ৩ ডিসেম্বর ২০২১

ঔপন্যাসিক অমিত হাসান

স্টাফ রিপোর্টার ॥ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। এবার নতুন পরিচয়ে আসছেন তিনি। অভিনয়ের বাইরে প্রথমবারের মতো ‘অসমাপ্ত মানুষ’ শিরোনামের একটি উপন্যাস লিখছেন তিনি। এতে পাঠক বাস্তবধর্মী কিছু চরিত্র পাবে বলে মন্তব্য করেন অভিনেতা। হঠাৎ অভিনয় থেকে লেখালেখিতে কেন ? উত্তরে তিনি বলেন, কলেজ জীবনেও লেখালেখি করতাম। পত্রিকাতেও আমার কবিতা প্রকাশ হয়েছে। পরবর্তীতে এটি আর ধরে রাখতে পারিনি। তবে এবার করোনায় আবার লেখালেখিতে মন দিয়েছি। উপন্যাসটি নিয়ে আমার বিশেষ পরিকল্পনা আছে। তার আগে পুরো উপন্যাসটি লেখা শেষ করতে চাই। এদিকে বেশ কয়েকটি সিনেমা নিয়েও ব্যস্ত আছেন এ অভিনেতা। এরমধ্যে ‘সীমানা’, ‘যন্ত্রণা’ ও ‘মাসুদ রানা’ ছবির শূটিং করছেন তিনি। নব্বই দশকে অমিত হাসান একক নায়কের পাশাপাশি কাজ করেছেন আলমগীর, জসিম, মান্না, বাপ্পারাজ ও রিয়াজসহ অনেকের সঙ্গে। তবে এখন খল-চরিত্রেই বেশি কাজ করছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, খলচরিত্রের পাশাপাশি ইতিবাচক চরিত্রেও করছি, সেটি কম। সত্যি বলতে, নেতিবাচক চরিত্রে অভিনয় করা সহজ নয়। দর্শক আমাকে ভালবেসে নায়ক-খলনায়ক হিসেবে গ্রহণ করেছেন। সামনে আরও ভাল কিছু কাজ করতে চাই।
×