ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাছ পাগল কাওসার লাগিয়েছেন আড়াই হাজার চারা

প্রকাশিত: ২৩:৫৩, ২৮ নভেম্বর ২০২১

গাছ পাগল কাওসার লাগিয়েছেন আড়াই হাজার চারা

সংবাদদাতা, নওয়াপাড়া ॥ কাওসার শেখ ৫০ বছর ধরে আড়াই হাজার গাছের চারা লাগিয়েছেন, জনস্বার্থে নিজ গরজে, নিজ খরচে, রাস্তার ধারে, বেড়িবাঁধে। যশোরের অভয়নগরের পায়রা ইউনিয়নের বারান্দি-টেকার বাসিন্দা কাওসার আলীর হাতে লাগানো তাল,নারিকেল গাছ সরকারের কোটি টাকার সম্পদে পরিণত হয়েছে আজ। তার প্রকৃত নাম আঃ আজিজ। বয়স সত্তরের কাছাকাছি। লোকে তাকে গাছ কাওসার বলে চিনে। মেট্রিকুলেশন পাস করার আগেই বাবার মৃত্যু হয়। অর্থাভাবে লেখাপড়া ছেড়ে দেন। তিনি জানান, ‘নবীজী গাছ লাগাতে বলতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে গাছ লাগাতে বলেছেন। আমি নিজেও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি, কাগজপত্রের অভাবে স্বীকৃতি জোটাতে পারিনি। এ দেশকে আমি ভালবাসি। সেই ভালবাসার সূত্র ধরে গাছ লাগাই। কারো স্বীকৃতি আমার দরকার নেই। আল্লাহ দেখছেন। এটাই আমার বড় পাওয়া। অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীতে দেশীয় তৈরি পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার রাতে আকবরশাহ থানাধীন সিডিএ রোড এলাকায় অভিযান চালিয়ে ইলিয়াছ খানকে (৩৩) গ্রেফতার করা হয়। সে ওই এলাকার বাসিন্দা। র‌্যাবের মিডিয়া শাখা জানিয়েছে, অভিযানে ইলিয়াছের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি।
×