ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বুশরার চিকিৎসায় এগিয়ে আসুন

প্রকাশিত: ২৩:১৭, ২৮ নভেম্বর ২০২১

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বুশরার চিকিৎসায় এগিয়ে আসুন

যে বয়সে শিশুদের হেসে-খেলে বেড়ে ওঠার কথা সেই বয়স থেকেই অসট্রোপে- রিসিস নামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে বুশরা। ৬ বছর বয়সেই হাড় ক্ষয়জনিত এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বুশরার বর্তমান বয়স ২৫ বছর। তার ভাইও এই রোগে আক্রান্ত ছিলেন। ২০১৯ সালের ১৪ নবেম্বর মৃত্যুর কাছে হার মানেন তিনি। বর্তমানে মৃত্যুর দিকে পথ চেয়ে কোনরকমে দিন পার করছে বুশরা। তার বাঁ পা ভেঙ্গে গিয়েছে। মুখের নিচের অংশ পুরোটাই কেটে ফেলে দেয়া হয়েছে। পরে মুখের উপরের অংশেও এই রোগ ছড়িয়ে পড়লে এখন বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার বাবা আব্দুল জলিল জানান, দুই সন্তানের চিকিৎসা করাতে করাতে আজ তিনি সর্বস্বান্ত। সহায়-সম্পদ বলতে আর কিছুই নেই। তাই বুশরার চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য সমাজের উচ্চবিত্তদের সহায়তা কামনা করছেন। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দয়ালু মানুষ। আমার মেয়েটিকে বাঁচাতে তার সাহায্যের আকুল আবেদন জানাচ্ছি। সবার সহযোগিতা পেলে মেয়েটাকে বাঁচাতে পারব। বুশরাকে সাহায্য পাঠানোর ঠিকানা : মোঃ আঃ মতিন, প্রযতেœ- মৃত কাজী আঃ সালাম, গ্রাম : সলিমাবাদ (কাজী বাড়ী), পোঃ আব্দুল্লাপুর, থানা-টংগীবাড়ী, জেলা : মুন্সীগঞ্জ। মোবাইল : ০১৭৮৩৫১৪৫৯১ (রকেট), সঞ্চয়ী হিসাব নং-০১০০০৯১১৮৯৪১৫, জনতা ব্যাংক, আব্দুল্লাহপুর শাখা, থানা : টংগীবাড়ী, জেলা : মুন্সীগঞ্জ। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্ট বা বিকাশ নম্বরে দিতে হবে। নগদ দিতে চাইলে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না। -বিজ্ঞপ্তি
×