ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে ফের যাত্রা শুরু বে-ওয়ানের

প্রকাশিত: ২১:৩৯, ২৬ নভেম্বর ২০২১

চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে ফের যাত্রা শুরু বে-ওয়ানের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনার ধাক্কায় স্থবির হয়ে পড়া পর্যটন খাতে ফের গতি আসছে। পর্যটন স্পটগুলো আবারও মুখর হচ্ছে ভ্রমণপিয়াসীদের পদচারণায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করছে বিলাসবহুল প্রমোদতরী ‘বে-ওয়ান।’ জাহাজটি এক ট্রিপে ১ হাজার ৮শ’ পর্যটক বহন করতে পারবে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বোট ক্লাবে জাহাজটির অপারেটর কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবদুর রশিদ জানান, করোনা মহামারীর কারণে এতদিন অপারেশন বন্ধ রাখা হয়। তবে নতুন উদ্যমে শুরু হলেও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া ১৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। পর্যটকরা চাইলে সেন্টমার্টিনে জাহাজেই রাত যাপন করতে পারবেন। বে- ওয়ানে সমুদ্র যাত্রায় জনপ্রতি ৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকায় চেয়ার, কেবিন ও ভিআইপি স্যুটে আকর্ষণীয় সেবার ব্যবস্থা রয়েছে। এ জাহাজ জাপান, সিঙ্গাপুরসহ বিদেশেও ভ্রমণ করতে পারবে। সংস্কার করা পুরনো জাহাজ হলেও নতুন জাহাজের মতোই রিকন্ডিশন এই প্রমোদতরীর। তিনি বলেন, দেশের উন্নয়নে ৯০ ভাগ ভূমিকা রাখে বেসরকারী খাত। সরকার অবকাঠামো তৈরি করে দেয়। সরকার সহযোগিতা করলে বে-ওয়ানের দশগুণ বড় জাহাজ এনে হাজীদের আনা নেয়া করা সম্ভব হবে বলে জানান তিনি। বর্তমানে সমুদ্র যাত্রায় উন্নয়নের প্রসঙ্গ এনে তিনি বলেন, আগে জলপথে হজে যেতে একমাস সময় লাগত। এখন আট দিনে জেদ্দা পৌঁছানো সম্ভব।
×