ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ পরীক্ষার্থী নিহত, আহত ৩

প্রকাশিত: ১১:২৪, ২৫ নভেম্বর ২০২১

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ পরীক্ষার্থী নিহত, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ॥ কচুয়া -হাজীগঞ্জ সড়কে বিআরটিসি সিএনজি মুখোমুখী সংঘর্ষে সিএনজির ৩ পরীক্ষার্থী যাত্রী ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনায় চালকসহ ৩ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার সময় ওই সড়কের করইয়া নামক স্থানে ঢাকাগামী বিআরটিসি বাস ঢাকা মেট্রো- ব ১৫-৫৫১২ সাথে হাজীগঞ্জগামী সিএনজির মুখোমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সিএনজির ৩ যাত্রী মাস্টার্স পরীক্ষার্থী সাদ্দাম হোসেন , মাহবুব আলম ,উর্মি নিহত হয়। নিহত তিন জনই কচুয়া উপজেলার বাসিন্দা। গুরুতর আহত সিএনজি চালক কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মনির হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতে আহত এক যাত্রী ইব্রাহীম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। স্থানীয়রা জানান বিআরটিসি বাস চাপায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্বজনদের আহাজারিতে সমগ্র এলাকা জুড়ে মোকের মাতম বিরাজ করে। এ দিকে দুর্ঘটনার সময় স্থানীয় জনতা বিআরটিসির বাসটির গ্লাস ভাংচুর করে। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলশ ঘটনাস্থলে পৌছে বাস ও সিএনজি জব্দ করে।
×