ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কমছে না ডেঙ্গুর প্রকোপ

রোগী প্রতি ব্যয় হচ্ছে প্রায় ৩৪ হাজার টাকা

প্রকাশিত: ০১:২৭, ১৮ নভেম্বর ২০২১

রোগী প্রতি ব্যয় হচ্ছে প্রায় ৩৪ হাজার টাকা

স্টাফ রিপোর্টার ॥ বছর শেষ হতে চললেও দেশজুড়ে এখনও কমছে না ডেঙ্গুর ভয়াবহতা। একজন ডেঙ্গু রোগীর চিকিৎসায় একটি পরিবারের গড় খরচ হচ্ছে ৩৩ হাজার ৮১৭ টাকা। ডেঙ্গুর সাম্প্রতিক সংক্রমণের ভয়াবহতা নিয়ে পরিচালিত এক গবেষণার প্রেক্ষিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। এর মধ্যে সরকারী হাসপাতালে চিকিৎসা করালে রোগীর পরিবারকে দিতে হচ্ছে মোট ২২ হাজার ৩৭৯ টাকা এবং বেসরকারী হাসপাতালে খরচ হচ্ছে ৪৭ হাজার ২৩০ টাকা। গবেষণায় বলা হচ্ছে একটি পরিবারের মোট ব্যয় যদি ৫৬ শতাংশ হয় তার মধ্যে ডেঙ্গু রোগের চিকিৎসায় খরচ হয়েছে ২৫ শতাংশ যা খুবই আশঙ্কাজনক। বুধবার বিকেলে আগারগাঁওয়ে বিআইডিএস ভবনে আয়োজিত এক সেমিনারে এসব কথা জানান সংস্থার গবেষক ড. আব্দুর রাজ্জাক।
×