ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় তিনটি দ্রুতগতির মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১৭:৪৪, ২৫ অক্টোবর ২০২১

চুয়াডাঙ্গায় তিনটি দ্রুতগতির মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার পৌর এলাকার হাজরাহাটী মোড়ে তিনটি দ্রুতগতির মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন স্কুল ছাত্র নিহত ও ৩ জন আহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা ঈদগাপাড়ার আকুব্বর হোসেনের ছেলে মারুফ (১৭) ও একই গ্রামের শরীফ হোসেনের ছেলে সজীব (১৭)। তারা দুজনেই নতিডাঙ্গা সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহতরা হলো, আলমডাঙ্গা উপজেলার আঠারোখাদা গ্রামের বিজয়ের ছেলে তপন (২৪), একই উপজেলার জেহালা গ্রামের মরহুম ঠান্ডু রহমানের ছেলে আলমসাধু চালক আজিম উদ্দিন (৫২) ও সদর উপজেলার কুঁকিয়া চাঁদপুর গ্রামের কোরবান আলীর ছেলে শাহিন আলী (২২)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটী মোড়ে তিনটি দ্রুতগতির মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে থাকা একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আলমসাধুর যাত্রীসহ ৫জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নেয়া হলে মোটরসাইকেল চালক সজীব মারা যায়। তার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তার বন্ধু মারুফ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান সজীব। কিছুক্ষণ পর মারুফের মৃত্যু হয়। আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তী করা হয়েছে। তবে, আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান এই চিকিৎসক। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন আরো জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য আইনগত প্রক্রিয়া চলছে।
×