ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেড়ার ইউএনও অসহায় বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিলেন

প্রকাশিত: ১৪:৫৮, ২৪ অক্টোবর ২০২১

বেড়ার ইউএনও অসহায় বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিলেন

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ চিকিৎসার কথা বলে নাটোরের লালপুর থেকে পাবনার কাজিরহাট ফেরিঘাটের পাশে ফেলে যাওয়া মরণ যন্ত্রণায় কাতর বৃদ্ধ শামসুর ররমান(৮৮)কে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্ধার করে পিতার মমতায় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করলেন। ওই বৃদ্ধের বাড়ি নাটোরের লালপুরের দয়রামপুরে। তার পরিবারের লোকজন তাকে কয়েকদিন আগে এখানে ফেলে যায়। এদিকে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলীর মানবিক এ উদ্যোগ সুধিমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। বৃদ্ধ শামসুর রহমান কাজিরহাট ফেরিঘাটের পাশের রাস্তায় বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় যন্ত্রনায় কাতড়াচ্ছিলেন। পায়ের পচনে পোকা ধরা অবস্থায় তিনি কিছুই খেতে পারছিলেন না। কেউ কাছে গেলে তাকে হাসপাতালে ভর্তির জন্য শুধু আকুতি জানাচ্ছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলীর নজরে আসে। তিনি শুক্রবার রাতে ওই অসুস্থ বৃদ্ধকে দ্রুত উদ্ধার করে বেড়া উপজেলা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। শনিবার তিনি নুতন জামাকাপড় নিয়ে বৃদ্ধ শামসুল ইসলামকে দেথতে যান। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বেড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ফাতেমা তুয জোহরা জানান, বৃদ্ধরোগী শামসুল ইসলামের ডায়াবেটিসসহ পায়ের পচনে পোকা ধরায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসা নিলে কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী জানান অসহায় বৃদ্ধ শামসুল ইসলামের চিকিৎসার ব্যয়ভার উপজেলা পরিষদ বহন করবে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত চিকিৎসার সব দায়িত্ব তিনি বহণ করবেন। প্রয়োজনে ঢাকায় নিয়ে তার চিকিৎসা করার কথা জানান। তিনি সুস্থ হবার পর পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন। এদিকে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অসহায় বৃদ্ধকে রাস্তা থেকে উদ্ধার কওে পিতার মমতায় চিকিৎসা করানোর এ মহতি উদ্যোগ সুধিমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
×