ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুচ্ছের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ, ২২ কেন্দ্রে ৬৭ হাজার ভর্তিচ্ছু

প্রকাশিত: ০১:৪৬, ২৪ অক্টোবর ২০২১

গুচ্ছের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা আজ, ২২ কেন্দ্রে ৬৭ হাজার ভর্তিচ্ছু

জবি সংবাদদাতা ॥ গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ রবিবার অনুষ্ঠিত হবে। বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ৬৭ হাজার ১১৭ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়ার জন্য আবেদন করেছেন। সুষ্ঠু ও সুন্দরভাবে এই পরীক্ষা আয়োজন করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি ও পরীক্ষার কেন্দ্র সংশ্লিষ্টরা। এদিকে, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও ভর্তি পরীক্ষা উপলক্ষে বরাবরের মতোই পরীক্ষার্থীদের সহায়তায় উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ও আঞ্চলিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বিষয়ক টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা রবিবার ২২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে ৬৭ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে বলে তিনি জানান।
×