ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বর্ণবাদী’ আচরণের শিকার প্রান্তিক জনগোষ্ঠী ॥ টিআইবি

প্রকাশিত: ০১:৪৩, ২২ অক্টোবর ২০২১

‘বর্ণবাদী’ আচরণের শিকার প্রান্তিক জনগোষ্ঠী ॥ টিআইবি

জনকণ্ঠ ডেস্ক ॥ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তাসহ সরকারী বিভিন্ন সেবা পেতে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ‘বর্ণবাদী’ আচরণের শিকার হন বলে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির এক গবেষণা প্রতিবেদনে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ‘সরকারী সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অভিগম্যতা : জবাবদিহি ব্যবস্থার বিশ্লেষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়। প্রান্তিক জনগোষ্ঠী হিসেবে- আদিবাসী, ধর্মীয় সংখ্যালঘু, দলিত, কাদিয়ানী, বাউল সম্প্রদায়, অভিবাসী রোহিঙ্গা, বিহারী, বেদে, ছিন্নমূল জনগোষ্ঠী, হিজড়া, সমকামীসহ অন্যদের মাঝে এই গবেষণা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়, প্রান্তিক জনগোষ্ঠীর শিশুরা স্কুলে ‘মূলধারার’ সহপাঠী ও শিক্ষকদের ‘বর্ণবাদী’ আচরণের শিকার হয়। এ বিষয়ে অভিযোগ করেও সমাধান পাওয়া যায়নি, উল্টো বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয়। ২০২০ সালের অক্টোবর থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত সময় এ গবেষণাটি পরিচালিত হয়। সংবাদ সম্মেলনে টিআইবির গবেষক মোঃ মোস্তফা কামাল গবেষণা প্রতিবেদনের বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
×