ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে ফের বাইকে আগুন দিল যুবক

প্রকাশিত: ০০:০২, ২২ অক্টোবর ২০২১

পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে ফের বাইকে আগুন দিল যুবক

স্টাফ রিপোর্টার ॥ আবারও পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে রাইড শেয়ারিংয়ের এক মোটরসাইকেল চালক নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। পুলিশ জানায়, এই মোটরসাইকেল চালকের আগে দুটি মামলা ছিল। মামলাগুলো না ভাঙানোয় বৃহস্পতিবার দুপুরের দিকে সার্জেন্ট আরও এক হাজার টাকা জরিমানা করে। এতে পলাশী মোড় থেকে নিউ মার্কেট থানায় যাওয়ার সড়কের মাঝামাঝি কাঁটাবন এলাকায় গিয়ে ইলিয়াস মিয়া (৪৫) নামে ওই চালক তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। লালাবাগ থানার ওসি এম এম মোরশেদ জনকণ্ঠকে জানান, বৃহস্পতিবার দুপুরে পলাশী মোড়ে ট্রাফিক সার্জেন্টের কাছ থেকে মামলা খাওয়ার পর ইলিয়াস মিয়া নামের ওই ব্যক্তি নিজের ডিসকোভারি-১২৫ সিসি মডেলের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সার্জেন্ট তাকে এক হাজার টাকা জরিমানা করে। এতে ক্ষোভে ও হতাশায় তিনি কাঁটাবন এলাকায় নিরিবিলি স্থানে গিয়ে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন। ওসি জানান, মোটরসাইকেল চালক ইলিয়াস মিয়ার আগে কাপড়ের দোকান ছিল। করোনার কারণে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় কয়েক মাস আগে থেকে তিনি এ্যাপসে রাইড শেয়ারিং শুরু করেন। ইলিয়াস মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তিনি ডেমরায় মাতুয়াইল এলাকায় থাকেন। এ ব্যাপারে ট্রাফিকের ডিসি (লালবাগ) মেহেদী হাসান জনকণ্ঠকে জানান, পলাশীর মোড়ে হেলমেট না থাকার কারণে সার্জেন্ট তার বিরুদ্ধে মামলা দেয়। মামলা দেয়ার প্রায় ৪০ মিনিট পর কাঁটাবন এলাকায় নিরিবিলি জায়গায় গিয়ে তিনি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন। এই মামলার আগে ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে তার বিরুদ্ধে আরও দুটি মামলা হয়। কিন্তু সেগুলো তিনি নিষ্পত্তি করেননি। তারপরেও তার কোন কথা থাকলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুপুর সোয়া ২টার দিকে কাঁটাবন এলাকায় বাইকার নিজের বাইকে আগুন ধরিয়ে দেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘পাঠাও’র এক চালক।
×