ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিছিলে বাধা, সংঘর্ষে আহত ৫ পুলিশ

প্রকাশিত: ১৯:২১, ১৫ অক্টোবর ২০২১

মিছিলে বাধা, সংঘর্ষে আহত ৫ পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা হামলার ঘটনার জেরে জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট দিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে মুসল্লিরা। এ সময় মিছিলটি পল্টন-বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড়ে বিক্ষোভ মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি যখন নাইটিঙ্গেল মোড় পেরিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দেয়। আর তখনই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। তখন বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। দুপুর ২টা থেকে শুরু হয়ে প্রায় ১০ মিনিট পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এতে পল্টন, কাকরাইল, বিজয় নগর, ফকিরাপুল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ডিএমপির রমনা বিভাগ সহকারী কমিশনার (এসি) বাইজিদুর রহমান জানান, জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ২ থেকে ৩ হাজার বিক্ষোভকারী মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়ে আসে। সেখানে মিছিলটিতে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা ইটপাটকেল ছোঁড়ে ও লাঠিসোটা নিয়ে হামলা করে। তখন পুলিশ পাচঁজনকে আটক করে। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। এদের মধ্যে এক পুলিশ সদস্যের অবস্থা গুরুতর। এদিকে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে জুমার নামাজের আগে থেকেই বায়তুল মোকাররম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের অবস্থান নেয়। বায়তুল মোকাররম মসজিদে ইমাম জুমার নামাজের সালাম শেষ করার সঙ্গে-সঙ্গেই মালিবাগ মুসলিম যুবসমাজ নামে একটি ব্যানারে মুসল্লিরা একটি বিক্ষোভ শুরু হয়। শুরুতে তারা মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করলেও আস্তে-আস্তে রাস্তায় নেমে পড়েন। এক পর্যায়ে তারা মিছিলটি মালিবাগের দিকে এগোতে থাকে। তখন পুলিশ তাদের নাইটিঙ্গেল মোড় ব্যারিকেড দিয়ে আটকে দেয়। মুসল্লিদের এই ব্যানারে হেফাজতে ইসলামসহ বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশ নিতে দেখা গেছে। বিক্ষোভ থেকে কোরআন অবমাননাকারীদের শাস্তির দাবির পাশাপাশি হেফাজতে ইসলামের নেতাদের মুক্তির দাবিতে স্লোগানও দেয়া হয়। এছাড়া সরকার নাস্তিকদের হেফাজত করছে এমন অভিযোগ তুলে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এই সময় বিক্ষোভকারীদের কেউ-কেউ উপস্থিত মিডিয়া কর্মীদের ওপর হামলা ও তাদের মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করে। পুলিশ জানায়, সাধারণত বায়তুল মোকাররম মসজিদ থেকে যেসব বিক্ষোভ হয়, সেইগুলোর নেতৃত্ব কোনো না কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দল দিয়ে থাকে। কিন্তু আজকের এই বিক্ষোভে প্রকাশ্যে কেউ নেতৃত্বে ছিল না। তাই মিছিলটি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আঃ আহাদ জানান, পরিস্থিতি অবনতি যাতে না ঘটে এবং অন্য কোনো গোষ্ঠী যেন সাধারণ মুসল্লিদের বিক্ষোভ মিছিলকে ব্যবহার করে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ শুরু থেকে শান্তিপূর্ণভাবে নিরাপত্তায় নিয়োজিত ছিল। নাইটিঙ্গেল মোড়ে আসার পর বিক্ষোভকারীদের কেউ-কেউ পুলিশের ওপর ইট-পাটকেল ছোঁড়ে। তখন পুলিশ নিরাপত্তার স্বার্থে তাদের ধাওয়া দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে। বেলা আড়াইটার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এরপর যান চলাচল শুরু হয়।
×