ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘এ’ দল-এইচপি ওয়ানডে সিরিজ শুরু আজ

প্রকাশিত: ০০:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২১

‘এ’ দল-এইচপি ওয়ানডে সিরিজ শুরু আজ

শাকিল আহমেদ মিরাজ ॥ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল এবং হাই পারফর্মেন্স ইউনিট (এইচপি)। যেখানে ক্রিকেটপ্রেমী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) থাকছে বিশেষ দৃষ্টি। কারণ টি২০ বিশ্বকাপ খেলতে ওমানে উড়ে যাওয়ার আগে সিরিজের প্রথম দুটি ম্যাচে ‘এ’ দলের হয়ে খেলবেন জাতীয় তারকা মুশফিকুর রহিম। আছেন সৌম্য সরকার, আমিনুল ইসলাম বিপ্লব আর শামীম পাটোয়ারীও। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘মুশফিক ছাড়াও বিপ্লব, শামীম এবং সৌম্য দুটি করে ম্যাচ খেলবে।’ প্রসঙ্গত, বিপ্লব বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের দলের সদস্য নন। তাকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে এবং মূল দলের সঙ্গে ওমান সফর করবেন তিনি। এই দুটি ম্যাচে ব্যাডপ্যাচে থাকা মুশিকে ঘিরেই যত আগ্রহ। বাশার আরও জানিয়েছেন, বিশ্বকাপ স্কোয়াডের যে কয়জনই এই সিরিজে খেলুক না কেন, তারা প্রথম দুটি ম্যাচ খেলবে। যার প্রথমটি অনুষ্ঠিত হচ্ছে আজ, দ্বিতীয়টি বৃহস্পতিবার। শেষ ম্যাচ ২ অক্টোবর। টি২০ বিশ্বকাপ খেলতে ৩ অক্টোবর ওমানের উদ্দেশে দেশ ছাড়বে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন জাতীয় ক্রিকেট দল। মুশফিকুর রহিম ‘মি. ডিপেন্ডেবল’। টপঅর্ডারে বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম ভরসা। তাকে ঘিরেই তৈরি হয় যত পরিকল্পনা। টেস্ট, ওয়ানডেতে সমানে আলো ছড়ানো মুশির টি২০ পারফর্মেন্স নিয়ে চিন্তিত ম্যানেজমেন্ট। বিশেষ করে বিশ্বকাপের আগে। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সর্বশেষ টি২০ সিরিজে ৫ ম্যাচে ১৩ গড় ও ৫২ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ৩৯ রান। ২০১৯Ñএর ডিসেম্বরে ভারত সফরে সর্বশেষ হাফ সেঞ্চুরির পর ৯ টি২০ ম্যাচের ৮ ইনিংসে তার মোট রান ৬০। যেখানে তিনবার আউট হয়েছেন শূন্য রানে! রানে ফিরতে আবেগী মুশিকে অবশ্য আরও এক চাপ জয় করতে হবে। সবসময়ই তিনি বলে এসেছেন, কিপিং তার অত্যন্ত প্রিয়। উইকেটের পেছনে দাঁড়ালে ব্যাটিংটাও ভাল হয়। পরিসংখ্যানে দেশের ইতিহাসের সেরা সেই কীপারকেই নিউজিল্যান্ড সিরিজে তরুণ নুরুল হাসান সোহানের সঙ্গে প্রতিদ্ব›িদ্বতায় নামিয়ে দিয়েছিলেন কোচ রাসেল ডোমিঙ্গো। বলেছিলেন, প্রথম দুই ম্যাচে সোহান এবং পরের দুটিতে মুশফিক কিপিং করবেন। কিন্তু আবেগী মুশি সেটি মেনে নিতে পারেননি। সিরিজের মধ্যপথেই টি২০তে উইকেটকিপিং ছেড়ে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্তটা জানিয়ে দেন এবং শেষ দুই ম্যাচে আউট হন ০ ও ৩ রানে! ‘আমরা মুশফিকের জন্য ম্যাচগুলো এ-দলের খেলা এগিয়ে এনেছি যেন সে নির্বিঘেœ খেলতে পারে।
×