ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে এবার ১৫১ মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

প্রকাশিত: ১৫:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২১

শেরপুরে এবার ১৫১ মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুর জেলায় এবার ১৫১ মন্ডপে হবে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। এজন্য পূজা ক্লাব ও মন্ডপে-মন্ডপে চলছে প্রস্তুতি। শুক্রবার সন্ধ্যায় শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় ওই তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু। শনিবার দুপুরে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা ওই তথ্য নিশ্চিত করে জানান, এবার শেরপুর জেলা সদরসহ ৫ উপজেলায় ১৫১টি শন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৬৬, নকলায় ১৯, নালিতাবাড়ীতে ৩৭, শ্রীবরদীতে ৯ ও ঝিনাইগাতীতে ২০ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতিতে প্রতিটি মন্ডপে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পূজা অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, গত বছর করোনা পরিস্থিতির কারণে জেলায় ১৪২টি মন্ডপে দুর্গোৎসব পালিত হলেও এবার সেই পরিস্থিতির উন্নতি হওয়ায় ৯টি মন্ডপে বেড়েছে।
×