ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর জন্মদিন পালনের প্রস্তুতি

প্রকাশিত: ০০:১০, ২১ সেপ্টেম্বর ২০২১

নোয়াখালীতে মহাত্মা গান্ধীর জন্মদিন পালনের প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী ॥ মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন উপলক্ষে নোয়াখালী গান্ধী আশ্রমে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে সোনাইমুড়ীতে গান্ধী আশ্রম ট্রাস্টে অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ। আগামী ২ অক্টোবর নোয়াখালী গান্ধী আশ্রম ট্রাস্ট ও ঢাকার ভারতীয় হাইকমিশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে। ১৮৬৯ সালের এইদিনে ভারতে জন্মগ্রহণ করেন মহাত্মা গান্ধী। গান্ধী আশ্রমের ট্রাস্টি রাহা নব কুমার সোমবার জানান, গান্ধীজীর এবারের জন্মদিনে যৌথ আয়োজনের অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত থাকার কথা রয়েছে। মহাত্মা গান্ধীর জন্মদিনটি (২ অক্টোবর) ‘আন্তর্জাতিক অহিংস দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে। ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি পালনের অনুমোদন দেয়া হয়। পরে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র দিবসটি পালনে সম্মতি জ্ঞাপন করে।
×