ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে ১১ আইনজীবীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

প্রকাশিত: ২১:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২১

ময়মনসিংহে ১১ আইনজীবীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিল কর্মসূচীতে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর স্লোগান দেয়ার অভিযোগে জেলা বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট নুরুল হকসহ ১১ আইনজীবীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব এ্যাডভোকেট মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ বাদী হয়ে মঙ্গলবার রাতে এ মামলাটি দায়ের করেছে। মামলার অপর আসামিরা হচ্ছেন- ওসমান গনি মল্লিক, মাহবুবুর রশিদ তামান্না, জহিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, রেজাউল করিম চৌধুরী, রাইসুল ইসলাম, আরিফুল ইসলাম সোহাগ, তোফাজ্জল হোসেন, আহসানুল্লাহ আনার ও শামসুন্নাহার। অভিযোগে বলা হয়, মানহানিকর ও উস্কানিমূলক স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।
×