ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে আওয়ামী লীগ জাপার সংঘর্ষ, ভাংচুর

প্রকাশিত: ২১:১৬, ১৫ সেপ্টেম্বর ২০২১

সোনারগাঁয়ে আওয়ামী লীগ জাপার সংঘর্ষ, ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই গ্রুপের সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে সোনারগাঁ থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর গ্রামের আওয়ামী লীগের সমর্থক সাবেক মেম্বার আব্দুল হালিম ও জাতীয় পার্টি নেতা ছারোয়ার এবং মোক্তার হোসেনের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় ৭ বছর যাবত বিরোধ চলে আসছে। গত সোমবার বেলা সাড়ে ৩টার দিকে আব্দুল হালিম মেম্বার তার দলবল নিয়ে উপজেলা পরিষদে যাওয়ার সময় জাতীয় পার্টি নেতা ছারোয়ার ও তার ভাগিনা শামীম রেজার নেতৃত্বে ৪০-৪৫ জনে মিলে থানা রুটের উপজেলা খাদ্য গুদামের সামনে জাতীয় পার্টি নেতা ছারোয়ার ও তার ভাগিনা শামীম রেজার নেতৃত্বে ৪০-৪৫ জনে মিলে নেতা আব্দুল হালিম মেম্বার, জসিমউদ্দিন ও নজরুল হামলা চালিয়ে নীলা ফুলা জখম করে। এরই জের ধরে রাত সাড়ে ৯টার দিকে আব্দুল হালিম মেম্বারের নেতৃত্বে ৫০-৬০ জনে মিলে ধারালো রামদা, টেঁটা, জুঁইত্তা চাপাতি, লোহাররড ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাতের আঁধারে জাতীয় পার্টি নেতা ছারোয়ার এবং মোক্তার হোসেনের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় বাড়িতে থাকা ৬টি সিসি ক্যামেরা, ২টি মোটরসাইকেল, বাড়ির বাউন্ডারির মেইন গেট, ঘরের দরজা, জানালা ও আলমারি আসবাবপত্র ব্যাপকভাবে ভাংচুর করে নগদ ৮ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। এ সময় ছারোয়ারের স্ত্রী সালমা আক্তার, মেয়ে সাদিয়া, মারিয়া ও মোক্তারের মেয়ে রিজিতাসহ উভয় গ্রæপের ৭ জন আহত হয়। এ ব্যাপারে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, ঘটনা শুনেছি এক পক্ষের মামলা নেয়া হয়েছে। আরেক পক্ষ অভিযোগ দিলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
×