ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাল সনদ প্রদান মামলা

চেয়ারম্যান ও স্কুলশিক্ষক কারাগারে

প্রকাশিত: ২০:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২১

চেয়ারম্যান ও স্কুলশিক্ষক কারাগারে

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ নকলায় ওয়ারিশান সনদ জালের মামলায় আনিসুর রহমান সুজা (৫০) নামে এক ইউপি চেয়ারম্যান ও নাজমুল ইসলাম (৪৩) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে তারা দুজন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম খান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুজা নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাজমুল উপজেলার ধনাকুশা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ও স্থানীয় ছত্রকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আশরাফ আলী ২০০০ সালে মারা যাওয়ার পর তার সন্তানেরা ২০১৩ সালের ২৬ জুন নকলা ইউনিয়ন পরিষদ থেকে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সুজা স্বাক্ষরিত ওয়ারিশান সনদ উত্তোলন করেন।
×