ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পেট্রাপোলে এলো মোদির উপহারের ৩০ এ্যাম্বুলেন্স

প্রকাশিত: ০০:৪১, ৬ আগস্ট ২০২১

পেট্রাপোলে এলো মোদির উপহারের ৩০ এ্যাম্বুলেন্স

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহারের ৩০টি এ্যাম্বুলেন্স পেট্রাপোল সীমান্তে পৌঁছেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো শীঘ্রই ঢাকার উদ্দেশে রওনা হবে। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। চলতি বছর ২৬-২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে বাংলাদেশে কোভিড-১৯ মহামারী মোকাবেলার যৌথ প্রচেষ্টায়, বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি পূরণে ৩০টি এ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলো শীঘ্রই ঢাকার উদ্দেশে রওনা হবে। বাকি এ্যাম্বুলেন্সগুলাও সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে।-ওয়েবসাইট
×