ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত কমার সম্ভাবনা

প্রকাশিত: ১১:৫১, ৩১ জুলাই ২০২১

ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত কমার সম্ভাবনা

অনলাইন ডেস্ক ॥ আজ থেকে ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া সমুদ্রবন্দরগুলো থেকেও সতর্কতা সংকেত নামিয়ে দেওয়া হয়েছে। শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, বর্ষাকাল চলছে তাই বলা যাবে না যে বৃষ্টি হবে না। যেকোনো সময়ে আকাশে মেঘ জমার পাশাপাশি বৃষ্টি হতে পারে। তবে গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন, ঢাকায় আজ অধিকাংশ সময় রোদের দেখা মিলতে পারে। তবে মাঝে মাঝে বৃষ্টির দেখাও পাওয়া যেতে পারে। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সমানভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সন্ধ্যা পর্যন্ত) দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ১৪৫ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার।
×