ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গার্মেন্টস ও শিল্প-কারখানা খোলার সিদ্ধান্তে ঢাকায় ফিরছেন পোশাক শ্রমিকরা

প্রকাশিত: ১১:০৭, ৩১ জুলাই ২০২১

গার্মেন্টস ও শিল্প-কারখানা খোলার সিদ্ধান্তে ঢাকায় ফিরছেন পোশাক শ্রমিকরা

অনলাইন ডেস্ক ॥ গার্মেন্টসসহ রফতানিমুখী সব শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল রবিবার থেকে খোলা থাকবে। সেই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারির পরপরই রাজধানীর শিল্পাঞ্চলে আসতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। গতকাল শুক্রবার (৩০ জুলাই) বিকেলে প্রজ্ঞাপন দেওয়ার পরপরই ট্রাক ও মাইক্রোবাসে করে রাতেই রাজাধানীর উদ্দেশে রওনা হয়েছে মানুষ। শনিবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল ও নবীনগরে আসতে দেখা গেছে হাজারো মানুষকে। কেউ মাইক্রোবাসে কেউবা ট্রাকে আবার কেউ মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশায় করে আসছেন। সারারাত জেগে আশুলিয়ায় আসতে আসতে ক্লান্ত হয়ে পরেছেন তারা। এদিকে শিল্পাঞ্চল সাভারের প্রবেশ পথে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া ও ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় পুলিশের চেকপোস্ট দেখা গেছে। সেখানে প্রত্যেক গাড়িকে থামিয়ে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে মানুষ হেঁটে ঢাকার দিকে আসছে।
×