ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে অসহায়দের খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী

প্রকাশিত: ২১:৪৭, ২৭ জুলাই ২০২১

কুড়িগ্রামে অসহায়দের খাদ্য সহায়তা দিল সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তিস্তা নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত নদী ভাঙন কবলিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় বসবাসরত শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৭২ পদাতিক ব্রিগেড এর ৩০ বীর ব্যাটালিয়ন।এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামে দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট তানজিম ফাহিম হিমেল,সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহাবুবুল মুর্শেদ এবং ওয়ারেন্ট অফিসার রেজাউল করিম প্রমুখ।সেনাবাহিনী জেলার সদর উপজেলা, চিলমারী, উলিপুর, নাগেশ্বরী, ভূরঙ্গামারী, ফুলবাড়ী এবং রাজারহাট উপজেলায় করোনাকালীন টহল কার্যক্রম অব্যাহত রাখতে জেলা প্রশাসনকে সহায়তা করার পাশাপাশি খাদ্য সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী জেলার গুরুত্বপূর্ণ স্থান শাপলা চত্বরসহ বিভিন্ন স্থানসমূহে চেকপোস্ট বসিয়ে ঘর থেকে বের হওয়া মানুষজনকে ও যান চালকদের জবাবদিহিতায় আনছে।তাছাড়াও জেলার সকল উপজেলার কয়েক শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে সেনা বাহিনী।
×